আনুষ্ঠানিক উদ্বোধন হল ১৪ নং হরিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আধুনিক নতুন ভবন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্ববর) বিকেলে ভবনের শুভ উদ্বোধন করেন হিজলার নয়নের মণি, বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক পংকজ নাথ (এমপি)।

অনুষ্ঠানে পংকজ নাথ বলেন, আধুনীক এই স্কুলটির উদ্বোধনের মধ্যেদিয়ে এলাকাবাসী আজ নতুন একটি স্কুল পেল। শিশুদের মেধা বিকাশে সন্তানকে শিক্ষার আলো দিতে আর কষ্ঠ করতে হবে না। তিনি শিশুদের স্কুলে পাঠাতে অভিবাবকদের আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন হরিনাথপুর ইউনিয়ন আ.লীগ সভাপতি আনোয়ার খান, হরিনাথপুরের সাবেক চেয়ারম্যান ও আ. লীগের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ, হিজলা উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালি ও তরুল নেতা রাসেল খানসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরা।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ






















