জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে ভর্তি পরীক্ষার তৃতীয় দিনে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা মঙ্গলবার সকাল ৯টায় শুরু হয়। এই ইউনিটে আছে জীববিজ্ঞান অনুষদ।
দশটি শিফটে এই ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। তার মধ্যে আজ ১ম শিফটে (সকাল ০৯:০০ থেকে ১০:০০) ৪০০০০২ – ৪০৯১২১, ২য় শিফটে সকাল ১০.২৫ থেকে ১১.২৫) ৪০৯১২২-৪১৮৩১৯, ৩য় শিফটে (সকাল ১১:৫০ থেকে ১২:৫০) ৪১৮৩২১-৪২৭৬১১, ৪র্থ শিফটে (বেলা ০১:৫০ থেকে ০২:৫০) ৪২৭৬১২-৪৩৬৭৮৪, ৫ম শিফটে (বেলা ০৩:১৫ থেকে ০৪:১৫) ৪৩৬৭৮৫-৪৪৬০৫৯ এবং ষষ্ঠ শিফটে (বেলা ০৪:৪০ থেকে ০৫:৪০) ৪৪৬০৬০ – ৪৫৫২৮৭ রোলধারীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
আর আগামীকাল বুধবার ১ম শিফটে (সকাল ০৯:০০ থেকে ১০:০০) ৪৫৫২৮৮ – ৪৬৪৫৩২, ২য় শিফটে সকাল ১০.২৫ থেকে ১১.২৫) ৪৬৪৫৩৪ – ৪৭৩৭৬১, ৩য় শিফটে (সকাল ১১:৫০ থেকে ১২:৫০) ৪৭৩৭৬২-৪৮৩০১৭, ৪র্থ শিফটে (বেলা ০১:৫০ থেকে ০২:৫০) ৪৮৩০১৮-৪৯৫০৪৭ রোলধারীরাদের পরীক্ষার মধ্য দিয়ে ‘ডি’ ইউনিটের পরীক্ষা শেষ হবে।
এ বছর ‘ডি’ ইউনিটে (জীববিজ্ঞান অনুষদ) ৭৬ হাজার ৫৪০ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করবে। আর প্রতিটি আসনের বিপরীতে লড়বে ২৩৯ জন।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য (www.ju-admission.org) ওয়েবসাইট থেকে জানা যাবে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান
























