০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

থানার আবাসিক ভবনে নারী এসআইয়ের ঝুলন্ত মরদেহ

 সাভার মডেল থানার আবাসিক ভবন থেকে উপ-পরিদর্শক (এসআই) তাহমিনা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে জানিয়েছেন পুলিশ।২৫ নভেম্বর শনিবার রাত সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তাহমিনা বেগমের বাড়ি কুমিল্লা জেলায়। তার স্বামী মোবারক হোসেন একটি বেসরকারি ডেভেলপার কোম্পানিতে কর্মরত আছেন। ওই দম্পতির তানভীর হোসেন (৫) ও মাহেরা নামের পাঁচ মাস বয়সী দুই সন্তান রয়েছে।

পুলিশ জানিয়েছে, তাহমিনা বেগম কয়েক বছর ধরে সাভার থানায় কর্মরত রয়েছেন। স্বামী ও দুই সন্তানসহ সাভার মডেল থানার পুলিশ সদস্যদের আবাসিক ভবনের একটি ফ্ল্যাটে বসবাস করতেন। তিন মাসের মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন তাহমিনা।

রাতে বাসায় ফিরে একটি কক্ষে তাহমিনার ঝুলন্ত মরদেহ দেখতে পান তার স্বামী মোবারক। তিনি থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

সাভার সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার খোরশেদ আলম জানান, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা

থানার আবাসিক ভবনে নারী এসআইয়ের ঝুলন্ত মরদেহ

প্রকাশিত : ০১:৫৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭

 সাভার মডেল থানার আবাসিক ভবন থেকে উপ-পরিদর্শক (এসআই) তাহমিনা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে জানিয়েছেন পুলিশ।২৫ নভেম্বর শনিবার রাত সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তাহমিনা বেগমের বাড়ি কুমিল্লা জেলায়। তার স্বামী মোবারক হোসেন একটি বেসরকারি ডেভেলপার কোম্পানিতে কর্মরত আছেন। ওই দম্পতির তানভীর হোসেন (৫) ও মাহেরা নামের পাঁচ মাস বয়সী দুই সন্তান রয়েছে।

পুলিশ জানিয়েছে, তাহমিনা বেগম কয়েক বছর ধরে সাভার থানায় কর্মরত রয়েছেন। স্বামী ও দুই সন্তানসহ সাভার মডেল থানার পুলিশ সদস্যদের আবাসিক ভবনের একটি ফ্ল্যাটে বসবাস করতেন। তিন মাসের মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন তাহমিনা।

রাতে বাসায় ফিরে একটি কক্ষে তাহমিনার ঝুলন্ত মরদেহ দেখতে পান তার স্বামী মোবারক। তিনি থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

সাভার সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার খোরশেদ আলম জানান, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।