ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
এতে ১৫ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এই ফল প্রকাশ করা হয়।
ভর্তি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এবার ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন ২৯ হাজার ৫৮ জন। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২৮ হাজার ১৬৯ জন। এর মধ্যে নৈর্ব্যক্তিকে পাস করেন ৬ হাজার ৮০২ জন।
লিখিত পরীক্ষায় পাস করেন ৪ হাজার ৩৬২ জন। বিভিন্ন কারণে ৬৮টি উত্তরপত্র বাতিল হয়। মোট পাস করেছেন ৪ হাজার ৩৬২ ছাত্র-ছাত্রী। অনুত্তীর্ণ হয়েছেন ২৩ হাজার ৮০৭ জন।
২০১৯-২০ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ (সি) ইউনিটের অধীনে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়।
বিজনেস বাংলাদেশ/এম মিজান
























