শারদীয় দূর্গা পূজাকে সামনে রেখে আনোয়ারায় পূজা মন্ডপগুলোতে রং তুলিতে ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা।হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা।এ উপলক্ষে আনোয়ারা উপজেলায় ১৮৮টি মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।এর মধ্যে ১১৩টি সার্বজনীন ও ৭৫টি গড়পূজা।
পূজার উৎসবকে পরিপূর্ণ রূপ দিতে মন্দিলগুলোতে চলছে ব্যাপক সাজসজ্জার প্রস্তুতি।ইতিমধ্যে বেশির ভাগ মন্ডপ গুলোতে প্রতিমার কাঠামো মাটির কাজ প্রায় শেষ।শুরু হয়েছে রং তুলি ও সাজসজ্জার কাজও।
আগামী ৪ঠা অক্টোবর শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা।আনোয়ারা উপজেলায় স্থানীয় শিল্পী ছাড়াও বিভিন্ন স্থান থেকে আগত শিল্পীরা এসে রং তুলির কাজ করছেন।প্রতিটি পূজা মন্ডপের জন্য তৈরি হচ্ছে দূর্গা,স্বরস্বতী,লক্ষী,গণেশ কার্তিক, অসুর, সিংহ,হাঁস,পেঁচা,সর্পসহ বিভিন্ন প্রতিমা।
বিজনেস বাংলাদেশ/ইমরান


























