০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

ইএসএফ ঋণ নীতিমালা পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক

এন্টারপ্রেনারশিপ সাপোর্ট ফান্ডের (ইএসএফ) ঋণ নীতিমালায় পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনায় বিদ্যমান নীতিমালার একটি উপধারায় আংশিক সংশোধনী আনা হয়েছে।

খাদ্য ও কৃষিভিত্তিক প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে এখন থেকে মৌজা রেট বা মোট প্রকল্প ব্যয়ের ১৫ শতাংশের মধ্যে যেটি কম, সেটিকে বিবেচনায় নিয়ে ঋণ দিতে বলা হয়েছে। আগে প্রকল্প ব্যয়ের ৩০ শতাংশের মধ্যে যেটি কম সেটিকে বিবেচনায় নেয়া হতো। বাংলাদেশ ব্যাংক বলছে, নতুন নির্দেশনা অনুযায়ী, যন্ত্রপাতিনির্ভর প্রকল্প ছাড়া অন্যান্য প্রকল্পের জন্য ৩০ শতাংশের মধ্যে যেটি কম, সেটি বিবেচিত হবে।

আগে অন্য প্রকল্পের ক্ষেত্রে মৌজা রেট বিবেচনায় নিয়ে ঋণ দেয়া যেতো। এ ছাড়া, প্রকল্প মূল্যায়নের ফি বাবদ এক লাখ টাকা এবং প্রযোজ্য ভ্যাট উদ্যোক্তার মূলধন বিনিয়োগ হিসেবে দেখানো যাবে। জানা গেছে, ইএসএফ ঋণের জন্য আবেদনকারীর প্রকল্প প্রস্তাব অগ্রাধিকার ভিত্তিতে মূল্যায়ন করার জন্য ব্যাংকগুলোকে গত ২৮ মার্চ নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। ওই নির্দেশনায় মাত্র ২ শতাংশ সুদের এ ঋণ আদায় নিশ্চিত করতে প্রয়োজনে উদ্যোক্তার সঙ্গে আলাদা চুক্তি করতে বলা হয়েছে। বিনা সুদের ইইএফ তহবিলের নাম বদল করে গত বছরের আগস্টে ইএসএফ করা হয় ২০১৮ সালের ১২ আগস্ট থেকে নতুন আবেদন গ্রহণ কার্যক্রম শুরু হয়। এ প্রকল্পের আওতায় একজন উদ্যোক্তা মাত্র ২ শতাংশ সুদে ঋণ নিতে পারেন।

এর আগে বিনা সুদের ইইএফ থেকে অর্থ নিয়ে প্রকল্প না করে বিভিন্ন্ন জালিয়াতির মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটে।

 

বিজনেস বাংলাদেশ/শ

ট্যাগ :
জনপ্রিয়

নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ

ইএসএফ ঋণ নীতিমালা পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ১০:০০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯

এন্টারপ্রেনারশিপ সাপোর্ট ফান্ডের (ইএসএফ) ঋণ নীতিমালায় পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনায় বিদ্যমান নীতিমালার একটি উপধারায় আংশিক সংশোধনী আনা হয়েছে।

খাদ্য ও কৃষিভিত্তিক প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে এখন থেকে মৌজা রেট বা মোট প্রকল্প ব্যয়ের ১৫ শতাংশের মধ্যে যেটি কম, সেটিকে বিবেচনায় নিয়ে ঋণ দিতে বলা হয়েছে। আগে প্রকল্প ব্যয়ের ৩০ শতাংশের মধ্যে যেটি কম সেটিকে বিবেচনায় নেয়া হতো। বাংলাদেশ ব্যাংক বলছে, নতুন নির্দেশনা অনুযায়ী, যন্ত্রপাতিনির্ভর প্রকল্প ছাড়া অন্যান্য প্রকল্পের জন্য ৩০ শতাংশের মধ্যে যেটি কম, সেটি বিবেচিত হবে।

আগে অন্য প্রকল্পের ক্ষেত্রে মৌজা রেট বিবেচনায় নিয়ে ঋণ দেয়া যেতো। এ ছাড়া, প্রকল্প মূল্যায়নের ফি বাবদ এক লাখ টাকা এবং প্রযোজ্য ভ্যাট উদ্যোক্তার মূলধন বিনিয়োগ হিসেবে দেখানো যাবে। জানা গেছে, ইএসএফ ঋণের জন্য আবেদনকারীর প্রকল্প প্রস্তাব অগ্রাধিকার ভিত্তিতে মূল্যায়ন করার জন্য ব্যাংকগুলোকে গত ২৮ মার্চ নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। ওই নির্দেশনায় মাত্র ২ শতাংশ সুদের এ ঋণ আদায় নিশ্চিত করতে প্রয়োজনে উদ্যোক্তার সঙ্গে আলাদা চুক্তি করতে বলা হয়েছে। বিনা সুদের ইইএফ তহবিলের নাম বদল করে গত বছরের আগস্টে ইএসএফ করা হয় ২০১৮ সালের ১২ আগস্ট থেকে নতুন আবেদন গ্রহণ কার্যক্রম শুরু হয়। এ প্রকল্পের আওতায় একজন উদ্যোক্তা মাত্র ২ শতাংশ সুদে ঋণ নিতে পারেন।

এর আগে বিনা সুদের ইইএফ থেকে অর্থ নিয়ে প্রকল্প না করে বিভিন্ন্ন জালিয়াতির মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটে।

 

বিজনেস বাংলাদেশ/শ