গণরুম সমস্যা সামাধানের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ সদস্য তানভীর হাসান সৈকত গত ১ সেপ্টেম্বর থেকে গণরুমে থাকা শুরু করেন এবং ভিসি বরাবর স্বারকলিপি জমা দেন কিন্তু তাতে কোন ফল না পেয়ে গত ১ অক্টোবর ছাত্রসমাবেশে ১৫ কার্যদিবসের আল্টিমেটাম দেন। তাতেও কোন ফল না পেয়ে আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় উপাচার্যের বাসভবনে উঠার কথা ছিল তাদের।
তবে, উপাচার্য বাসভবনে নেই জানিয়ে শিক্ষার্থীদের বাসভবনে প্রবেশে বাধা দেয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। পরে তারা ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন। প্রক্টরের সাথে দেখা করার আগ পর্যন্ত সেখানেই অবস্থান করবেন বলে জানান ডাকসু সদস্য তানবীর হাসান সৈকত।
এ ব্যাপারে তানবীর হাসান সৈকত বলেন, ভিসি স্যারকে আমরা সময় বেধে দিয়েছিলাম কিন্তু স্যার আমাদের দৃশ্যমান পদক্ষেপ দেখাতে পারেনি। তাই আমাদের সমস্যা সমাধান হওয়ার আগ পর্যন্ত আমরা ভিসি স্যারের বাসায় থাকব। তিনি বলেন, আমি সাধারণ শিক্ষার্থীদের জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছি।
অবস্তানরত সার্জেন্ট জহুরুল হলের ২য় বর্ষের আবাসিক শিক্ষার্থী বলেন, ‘আমি এক বছর গণরুমে ছিলাম। বর্তমানে আমরা এক রুমে ১৫ জন থাকি। এটাও এক রকম গণরুম। তিনি বলেন, গণরুমেগুলো মূলত রাজনৈতিক কারণে তৈরি করা হয়েছে। যাতে প্রোগ্রামের জন্য ডাকলে একসাথে আনেককে পাওয়া যায়।’
বিজনেস বাংলাদেশ-বি/এইচ

























