ভালোবেসে বিয়ে করেন ক্রিকেটার আরাফান সানি ও নাসরিন সুলতানা। বিয়ের পর তাদের সংসার চলছিল সুখে-শান্তিতে। কিন্তু চলতি বছরের শুরুতে দুজনের মধ্যে হয় ভুল বোঝাবুঝি। নাসরিন সুলতানা তার স্বামীর বিরুদ্ধে পরপর তিনটি মামলা করেন। মামলার পর সানিকে জেল খাটতে হয় ৫৩ দিন।
সব ভুলের অবসানের পর এখন সংসার করছেন তারা। সানির বিরুদ্ধে দায়ের করা তিন মামলার মধ্যে সচল রয়েছে একটি মামলা। বাকি দুই মামলার মধ্যে একটি প্রত্যাহার করেছেন নাসরিন এবং এক মামলা থেকে অব্যাহতি পেয়েছেন সানি ও তার মা নার্গিস আক্তার। সচল মামলাটিও পরবর্তী ধার্য তারিখে নিষ্পত্তি হবে বলে আশা করছেন নাসরিনের আইনজীবী।
মামলার বাদী নাসরিন সুলতানা বলেন, সানি ও আমার মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছিল তার অবসান হয়েছে। আমরা এখন সংসার করছি। আমাদের মধ্যে আর কোনো সমস্যা নেই।
তাদের সংসার করার কথা আরাফাত সানির মা নার্গিস আক্তারও জানিয়েছেন। তিনি বলেছেন, ‘সানি তার বউ নাসরিনকে নিয়ে সংসার করছে।’
নাসরিনের আইনজীবী দেলোয়ার জাহান রুমি বলেন, ক্রিকেটার সানি ও নাসরিন সুলতানার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হওয়ায় তারা সংসার করবেন বলে সমঝোতায় পৌঁছেছেন।
তিনি আরো বলেন, ‘চলতি বছরের শুরুতে নাসরিন সুলতানা ক্রিকেটার সানির বিরুদ্ধে তিনটি মামলা করেন। এর মধ্যে যৌতুকের মামলাটি নাসরিন প্রত্যাহার করেছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা থেকে সানি ও তার মাকে অব্যাহতি দিয়েছেন ট্রাইব্যুনাল। তথ্যপ্রযুক্তি আইনের মামলাটি সাক্ষ্যগ্রহণের পর্যায়ে রয়েছে। পরবর্তী তারিখে এই মামলাটিও নিষ্পত্তি হবে- আশা করছি।’
সানির বিরুদ্ধে তিনটি মামলা হলো, প্রথমত-সানির বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে, দ্বিতীয়ত-যৌতুকের, তৃতীয়ত-নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ক্রিকেটার আরাফাত সানির স্ত্রী নাসরিন।


























