আগামী ১৪ নভেম্বর থেকে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে শুরু হচ্ছে দশম আয়কর মেলা-২০১৯। এছাড়া, বিভাগীয় শহরগুলোতে ছুটিরদিনসহ টানা সাতদিন চলবে এ মেলা। তবে জেলা শহরগুলোতে চার দিন এবং উপজেলা পর্যায়ে দুই দিনব্যাপী আয়কর মেলা চলবে।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া এনবিআরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
এনবিআর চেয়ারম্যান জানান, ১৪ নভেম্বর দুপুর ১টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আনুষ্ঠানিকভাবে অফিসার্স ক্লাবে মেলার উদ্বোধন করবেন। তবে মেলার উদ্বোধন দুপুর একটা হলেও করদাতাদের জন্য সকাল ৯টায় মেলা মাঠ উন্মুক্ত করে দেওয়া হবে।
৬৪ টি জেলা শহরের বাইরে ৫৬টি উপজেলায় এবারের আয়কর মেলা হবে। এর মধ্যে ৪৮টি উপজেলায় ২ দিন করে এবং ৮টি উপজেলায় আয়কর মেলা চলবে বলেও জানান তিনি।
এনবিআর চেয়ারম্যান বলেন, ২০১৮ সালের আয়কর মেলায় ২ হাজার ৪৬৮ কোটি ৯৪ লাখ টাকা আয়কর আদায় হয়েছিল। তবে এবারের মেলায় রাজস্ব আদায় তিন হাজার কোটি টাকা হবে বলে আমরা আশা করছি। একইসঙ্গে এবারের মেলায় ৩০ লাখ লোক আয়কর রিটার্ন দাখিল করবেন বলেও আশা করেন তিনি।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























