বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোন করেছে। শুক্রবার ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি প্রকাশ করা হয়।
এতে মো. রেজাউল ইসলাম রেজাকে সভাপতি, সৈয়দ সাদেকুর রহমানকে সাধারণ সম্পাদক এবং মো. আসিফ সাবাজ খানকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তাদের নাম ঘোষণা করা হয়।
নব গঠিত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদেকুর রহমান বলেন, তৃণমূলের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে। যার ফলে কর্মীদের মনের ইচ্ছার প্রতিফলন ঘটেছে।
তিনি আরো জানান, গত ২৮ নভেম্বর সম্মেলন অনুষ্ঠানের পর থেকেই এক শ্রেণীর মানুষ বিভিন্ন প্রার্থীর নামে মিথ্যা অপপ্রচার চালিয়েছে। নতুন এই কমিটিই তাদের অপপ্রচারের যোগ্য জবাব।
এর আগে দীর্ঘ এক যুগ পর ২৮ নভেম্বর সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সন্মেলন অনুষ্ঠিত হয়। সন্মেলনে জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়।


























