দেশের খ্যাতনামা বৃহৎ ইলেক্ট্রনিক্স কোম্পানি মিনিস্টার হাই-টেক পার্ক ইলেক্ট্রনিক্স লিমিটেডে ইলেক্ট্রনিক্স ব্যবসায়ীদের ফ্যাক্টরি পরিদর্শন এবং প্রেস মিট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১৬ নভেম্বর) দুপুরে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত মিনিস্টার হাই-টেক পার্ক ইলেক্ট্রনিক্স লিমিটেডের ফ্যাক্টরিতে দেশের ২০০ জন বিশিষ্ট ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী এয়ার কন্ডিশনার ও রেফ্রিজারেটর উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন। ফ্যাক্টরি পরিদর্শন শেষে এক প্রেস মিট এর আয়োজন করা হয়।
এসময় মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম. এ রাজ্জাক খান (রাজ), ম্যানেজিং ডিরেক্টর দিলরুবা তনু, ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, এক্সিকিউটিভ ডিরেক্টর গোলাম শাহরিয়ার কবিরসহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ীগণ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























