সোমবার (২৫শে নভেম্বের) ওয়ান সার্কেল ওয়েলফেয়ার অরগানাইজেসন এর পক্ষ থেকে, আন্তর্জাতিক নারী সহিংসতা দূরীকরণ দিবস উপলক্ষে একটি সচেতনতা মূলক ক্যাম্পেইন এর আয়োজন করা হয়। এই ক্যাম্পেইনটি রাজধানীর, গুলশান ১ সার্কেলে সকাল ৯ টা – ১১ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অন্যান্য পেশাজীবী মানুষ, প্ল্যাকার্ড ও পোষ্টার নিয়ে অংশগ্রহণ করে।

ক্যাম্পেইনে অংশ নিয়ে ওয়ান সার্কেল ওয়েলফেয়ার অরগানাইজেসন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ফারিন দৌলা বলেন, নারীদের প্রতি সহিংসতা বন্ধে আমাদের সবার সোচ্চার হতে হবে। তিনি নারীদের জন্য ঘরে এবং বাইরে উভয় জায়গায় নিরাপদ কর্ম পরিবেশ সৃষ্টি করার উপর গুরুত্ব আরোপ করেন।
উক্ত ক্যাম্পেইনে প্ল্যাকার্ড, পোষ্টার সহ শান্তিপূর্ণ ভাবে কর্মসূচিটি পালন করা হয়, এই সময় পথ যাত্রী সহ, বিভিন্ন স্তরের মানুষজন এই প্রচার টি দেখতে পায়। অনেকেই এই ক্যাম্পেইন এর উদ্যোগটির প্রশংসা করেছে।
সমাজের নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা তৈরি করাই এই ক্যাম্পেইনের প্রধান উদ্দেশ্য ছিল।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























