উন্নত কর রাজস্ব সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে দুই দিনের ‘সশস্ত্র বাহিনী আয়কর মেলা-২০১৯’ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে এ মেলা শুরু হয়।
সশস্ত্র বাহিনী বিভাগ ও কর অঞ্চল-৯ ঢাকার যৌথ ব্যবস্থাপনায় এ আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআরের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী নৌবাহিনী প্রধান (লজিস্টিকস) রিয়ার অ্যাডমিরাল এম লোকমানুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর অঞ্চল-৯, ঢাকার কর কমিশনার মো. মাহমুদুর রহমান।
মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, আয়কর প্রদানের বিশেষ গুরুত্ব আছে। নন কমিশন্ড অফিসাররাও এখন ভালো বেতন পান। তারাও যেন রিটার্ন দিতে পারে সে জন্য উদ্বুদ্ধ করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। সশস্ত্র বাহিনীর সদস্যরা যাতে ঝামেলামুক্তভাবে কর দিতে পারে সেজন্যই এ মেলা। দেশের উন্নয়নে কর-জিডিপির অনুপাত বাড়াতে হবে হলে অভিমত ব্যক্ত করেন তিনি।
লোকমানুর রহমান বলেন, কর প্রদান এখন সহজ। জনগণ বুঝতে পেরেছে কর প্রদানের প্রয়োজনীয়তা। দেশের জনগণ এখন সচেতন। এরই ধারাবাহিকতায় সশস্ত্র বাহিনী আয়কর মেলা। তিনি সশস্ত্র বাহিনী বিভাগ ও এনবিআর-কে ধন্যবাদ জানান।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























