১২:০২ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

আত্মপ্রকাশ করলো বাংলাদেশের প্রথম ফিল্ম মার্কেটিং এবং ডিস্ট্রিবিউটিং এজেন্সি!

  • বাবুল হৃদয়
  • প্রকাশিত : ০৪:৩২:১১ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০১৯
  • 86

ঢাকা: গত ৩০ শে নভেম্বর ২০১৯ এফডিসিতে অনুষ্ঠিত হলো মিশন এক্সট্রিম এর পোস্টার উন্মোচন অনুষ্ঠান আর একই সাথে উন্মোচিত হলো বাংলাদেশের প্রথম সিনেমা নির্মাণকারী প্রতিষ্ঠান সমূহের সাহায্যকারী প্রতিষ্ঠান ঢাকা টকিজ। প্রতিষ্ঠানটি সিনেমা প্রমোশন, পিআর, মার্কেটিং এবং ডিস্ট্রিবিউশন এর কাজ করবে।

এছাড়াও ঢাকা টকিজ কন্টেন্ট ম্যানেজমেন্ট এবং কন্টেন্ট সিকিউরিটি নিয়ে কাজ করবে। বাংলাদেশে সর্বপ্রথম তারকা শিল্পীদের কর্পোরেট ব্রান্ড এম্বাসেডর ও টেলিভিশন এবং অনলাইন ভিত্তিক কমার্শিয়াল কাজে সহায়তা প্রদান করবে। ঢাকা টকিজের সহ প্রতিষ্ঠাতা রমিম রায়হান জানান, ইতোমধ্যে সুপার স্টারসহ বিভিন্ন স্টারদের সাথে কর্পোরেট প্রতিষ্ঠানের সমন্বয় ঘটিয়েছি এবং সামনে আরো অনেকেই প্রাতিষ্ঠানিক ভাবে যুক্ত হবেন। এরমধ্যে আমরা কয়েকটা ফিল্মের এন্টিপাইরেসি নিয়ে কাজ করেছি।

ঢাকা টকিজের অন্য একজন সহ প্রতিষ্ঠাতা এবিএম মাহবুবুর রহমান বলেন, দীর্ঘ পনের বছর ধরে আমি গ্রামীণফোনসহ ও বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থায় মিডিয়া ম্যানেজমেন্ট এর কাজ করেছি। আমরা তারই আলোকে গত পাচঁ বছর ধরে বাংলাদেশের সবগুলো সিনেমা হলে দেশের সবগুলো বড়বড় ও নামকরা কোম্পানির বিজ্ঞাপন প্রচার করছি। এদের মধ্যে গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক, ইউনিলিভার, প্রাণ, আকিজ, স্কয়ার কে নেই? সামনে আরো বড় অনেক কিছু করবো। সময় হলেই সবাই দেখা যাবে।

ঢাকা টকিজের অন্য আরেকজন সহ প্রতিষ্ঠাতা কামরুজ্জামান সাইফুল বলেন, একজন প্রযোজক শুধুমাত্র তার সিনেমাটা বানাবেন এরপর পুরোটা দ্বায়িত্ব আমরা নিয়ে নেব প্রমোশন, মার্কেটিং এবং ডিস্ট্রিবিউশন সবকিছুর জন্যই। কারন সিনেমাটা বানানোই শেষ কথা নয় সেল করা অর্থাৎ আয় করাটাই হওয়া উচিৎ মূখ্য উদ্দেশ্য। বলে রাখা ভালো আয়নাবাজি ও রাজনীতি ছবির মতো সুপারহিট সিনেমার ডিস্ট্রিবিউশন করেছে ঢাকা টকিজ আবার ভূবন মাঝি সিনেমার মতো জীবন ঘনিষ্ট সিনেমার ও ডিস্ট্রিবিউটর ছিলাম।

রমিম রায়হান আরো বলেন, ঢাকা টকিজের প্রত্যেকেই আমরা সিনেমা মার্কেটিং নিয়ে দীর্ঘদিন কাজ করেছি। সিনেমা মার্কেটিং এর সেরা লোকগুলোর একটা প্লাটফর্ম হলো ঢাকা টকিজ। দেশের সবচেয়ে ভালো পোস্টার আর ফিল্ম মার্কেটিং নিয়ে যারা অন্য শীর্ষ প্রতিষ্ঠানে কাজ করে তারাও আমাদের সাথে যুক্ত হয়েছে। সিনেমা হলে বিজ্ঞাপন নিয়ে নিয়ে আমাদের অভিজ্ঞতা ব্যপক, বিজ্ঞাপন ছাড়াও স্পন্সর মার্কেটিং এ ঢাকা টকিজ একক ও অগ্রগণ্য।
দেশ ছাড়িয়ে ভারতের শীর্ষ প্রতিষ্ঠান গুলোর সাথেও আমাদের চুক্তি হচ্ছে। সামনে আরো অনেক বড় প্রজেক্টরগুলোর সাথে যুক্ত হচ্ছি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ডে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭

আত্মপ্রকাশ করলো বাংলাদেশের প্রথম ফিল্ম মার্কেটিং এবং ডিস্ট্রিবিউটিং এজেন্সি!

প্রকাশিত : ০৪:৩২:১১ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০১৯

ঢাকা: গত ৩০ শে নভেম্বর ২০১৯ এফডিসিতে অনুষ্ঠিত হলো মিশন এক্সট্রিম এর পোস্টার উন্মোচন অনুষ্ঠান আর একই সাথে উন্মোচিত হলো বাংলাদেশের প্রথম সিনেমা নির্মাণকারী প্রতিষ্ঠান সমূহের সাহায্যকারী প্রতিষ্ঠান ঢাকা টকিজ। প্রতিষ্ঠানটি সিনেমা প্রমোশন, পিআর, মার্কেটিং এবং ডিস্ট্রিবিউশন এর কাজ করবে।

এছাড়াও ঢাকা টকিজ কন্টেন্ট ম্যানেজমেন্ট এবং কন্টেন্ট সিকিউরিটি নিয়ে কাজ করবে। বাংলাদেশে সর্বপ্রথম তারকা শিল্পীদের কর্পোরেট ব্রান্ড এম্বাসেডর ও টেলিভিশন এবং অনলাইন ভিত্তিক কমার্শিয়াল কাজে সহায়তা প্রদান করবে। ঢাকা টকিজের সহ প্রতিষ্ঠাতা রমিম রায়হান জানান, ইতোমধ্যে সুপার স্টারসহ বিভিন্ন স্টারদের সাথে কর্পোরেট প্রতিষ্ঠানের সমন্বয় ঘটিয়েছি এবং সামনে আরো অনেকেই প্রাতিষ্ঠানিক ভাবে যুক্ত হবেন। এরমধ্যে আমরা কয়েকটা ফিল্মের এন্টিপাইরেসি নিয়ে কাজ করেছি।

ঢাকা টকিজের অন্য একজন সহ প্রতিষ্ঠাতা এবিএম মাহবুবুর রহমান বলেন, দীর্ঘ পনের বছর ধরে আমি গ্রামীণফোনসহ ও বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থায় মিডিয়া ম্যানেজমেন্ট এর কাজ করেছি। আমরা তারই আলোকে গত পাচঁ বছর ধরে বাংলাদেশের সবগুলো সিনেমা হলে দেশের সবগুলো বড়বড় ও নামকরা কোম্পানির বিজ্ঞাপন প্রচার করছি। এদের মধ্যে গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক, ইউনিলিভার, প্রাণ, আকিজ, স্কয়ার কে নেই? সামনে আরো বড় অনেক কিছু করবো। সময় হলেই সবাই দেখা যাবে।

ঢাকা টকিজের অন্য আরেকজন সহ প্রতিষ্ঠাতা কামরুজ্জামান সাইফুল বলেন, একজন প্রযোজক শুধুমাত্র তার সিনেমাটা বানাবেন এরপর পুরোটা দ্বায়িত্ব আমরা নিয়ে নেব প্রমোশন, মার্কেটিং এবং ডিস্ট্রিবিউশন সবকিছুর জন্যই। কারন সিনেমাটা বানানোই শেষ কথা নয় সেল করা অর্থাৎ আয় করাটাই হওয়া উচিৎ মূখ্য উদ্দেশ্য। বলে রাখা ভালো আয়নাবাজি ও রাজনীতি ছবির মতো সুপারহিট সিনেমার ডিস্ট্রিবিউশন করেছে ঢাকা টকিজ আবার ভূবন মাঝি সিনেমার মতো জীবন ঘনিষ্ট সিনেমার ও ডিস্ট্রিবিউটর ছিলাম।

রমিম রায়হান আরো বলেন, ঢাকা টকিজের প্রত্যেকেই আমরা সিনেমা মার্কেটিং নিয়ে দীর্ঘদিন কাজ করেছি। সিনেমা মার্কেটিং এর সেরা লোকগুলোর একটা প্লাটফর্ম হলো ঢাকা টকিজ। দেশের সবচেয়ে ভালো পোস্টার আর ফিল্ম মার্কেটিং নিয়ে যারা অন্য শীর্ষ প্রতিষ্ঠানে কাজ করে তারাও আমাদের সাথে যুক্ত হয়েছে। সিনেমা হলে বিজ্ঞাপন নিয়ে নিয়ে আমাদের অভিজ্ঞতা ব্যপক, বিজ্ঞাপন ছাড়াও স্পন্সর মার্কেটিং এ ঢাকা টকিজ একক ও অগ্রগণ্য।
দেশ ছাড়িয়ে ভারতের শীর্ষ প্রতিষ্ঠান গুলোর সাথেও আমাদের চুক্তি হচ্ছে। সামনে আরো অনেক বড় প্রজেক্টরগুলোর সাথে যুক্ত হচ্ছি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ