১০:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

কৃষক আন্দোলন নিয়ে সরব বলিউড

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ১২:০১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
  • 32

ভারতের বিতর্কিত তিন কৃষি আইনের বিরুদ্ধে চলমান কৃষক আন্দোলন নিয়ে মুখ খুলেছেন বলিউড সুপার স্টার সালমান খান। তিনি বলেছেন, ‘যে সিদ্ধান্ত নিলে ভালো হয়, সেটাই করা উচিত। সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। সবচেয়ে মহৎ কাজটাই করা উচিত।’

 

শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানায়। ইন্ডিয়া টুডে জানায়, সালমান মুম্বাইয়ে মিউজিক রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান প্রো মিউজিক লিগ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তখন চলমান কৃষক আন্দোলন নিয়ে প্রশ্ন করা হলে ওই মন্তব্য করেন তিনি।

তবে, সালমান খান তার মন্তব্যের কোথাও কৃষক কিংবা সরকার পক্ষের কথা উল্লেখ করেননি। এর আগে তিনি চলমান কৃষক আন্দোলন নিয়ে কোনো টুইট বা নিজের মতামত জানাননি। অন্যান্য বিগ খান- শাহরুখ খান, আমির খান বা সাইফ আলী খান কেউ এখন পর্যন্ত কৃষক আন্দোলন নিয়ে কোনো মন্তব্য করেননি। কৃষক আন্দোলনের সমর্থনে টুইট করে বিষয়টিকে আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত করেছেন পপস্টার রিহান্না এবং পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ।

তবে, এই দুজনের সমালোচনা করেছেন বলিউডের করণ জোহর, অক্ষয় কুমার, অজয় দেবগন, একতা কাপুর থেকে শুরু করে শচীন টেন্ডুলকার।
অন্যদিকে, সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরও বাদ পড়েননি সমালোচনার আক্রমণ থেকে। আন্তর্জাতিক অঙ্গন থেকে ভারতের কৃষক আন্দোলনের সমর্থনে পপ তারকা রিহানা, পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ টুইটারে পোস্ট দেওয়ার পর সামাজিকমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া জানান ভারতের তারকারা। বলিউড, সংগীত ও ক্রিকেট জগতের তারকারা যাদের অনেকেই এতদিন কোনো বিষয়ে মন্তব্য করেননি তারাও এসময় মুখ খুলেছেন। ইতোমধ্যে কৃষক আন্দোলনের মধ্যে খালিস্তানপন্থীদের অনুপ্রবেশ নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী কঙ্গনা রনৌত। তিনি তো বরাবরই সব বিষয়ে সোচ্চার। টুইটারকে যেন একপ্রকার রণক্ষেত্র বানিয়ে নিয়েছেন তিনি। অভিনেত্রী স্বরা ভাস্কর, তাপসী পান্নুদের মতো অনেকেই তীব্র সমালোচনা করেন কঙ্গনার অবস্থানকে। ইতোমধ্যে ক্রিকেটার রোহিত শর্মাকে আক্রমণ করে দেওয়া কঙ্গনার একটি পোস্ট মুছে দিয়েছে টুইটার। শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রবি শাস্ত্রী, অক্ষয় কুমার, অজয় দেবগণ, সুনীল শেঠি, করণ জোহরদের মতো প্রথম সারির অনেক তারকাই এখন সোচ্চার হয়েছেন, যদিও সাধারণত তাদের স্পর্শকাতর বিষয়ে ইতোপূর্বে সম্পৃক্ত হতে দেয়া যায়নি। এঁদের দলে এবার সুর মিলিয়েছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। ঐক্যবদ্ধ ভারতের কথা স্মরণ করিয়ে টুইটারে লতা মঙ্গেশকর লেখেন, ‘ভারত এক অপূর্ব দেশ। আমরা ভারতীয়রা মাথা উঁচু করে চলি। একজন গর্বিত ভারতবাসী হিসেবে আমার পূর্ণ বিশ্বাস, দেশের যেকোনো সমস্যা ও ইস্যুর সমাধান আমরা নিজেরাই করতে পারব দেশের মানুষের স্বার্থ মাথায় রেখে। ’
উল্লেখ্য, ভারতের কৃষক আন্দোলন নিয়ে টুইট-যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কার্যত দ্বিধাবিভক্ত দেশের অভিনয় এবং ক্রীড়াজগৎ। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পর্যায়েও তীব্র বিতর্ক শুরু হয়েছে।
দুই মাসেরও বেশি সময় ধরে ভারতে কৃষক আন্দোলন চলছে। দিল্লির সীমানায় এখনো বসে আছেন কৃষকরা। তারই মধ্যে মঙ্গল এবং বুধবার একাধিক ক্রীড়া এবং অভিনয় জগতের তারকা কৃষকদের সমর্থন জানিয়ে টুইট করেন। যার মধ্যে দীপিকা পাড়ুকোন, তাপসী পান্নু যেমন আছেন, তেমনই আছেন সাবেক ক্রিকেটার হরভজন সিংহ, অলিম্পিকে দেশকে মেডেল এনে দেওয়া বীজেন্দ্র সিংরা। কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন ধর্মেন্দ্র। প্রীতি জিন্টাও সমর্থনের কথা গোপন করেননি। তবে বুধবার শোরগোল ফেলে দেন বিশিষ্ট হলিউড গায়িকা এবং অভিনেত্রী রিহানা। নিজের টুইটার হ্যান্ডেল থেকে তিনি লেখেন, আন্দোলনরত কৃষকদের কেন সমর্থন করবে না গোটা বিশ্ব?
এখানেই শেষ নয়। রিহানার টুইটের কিছুক্ষণের মধ্যেই পরিবেশ আন্দোলনের অন্যতম মুখ গ্রেটা থনবার্গ কৃষকদের সমর্থনে টুইট করেন।

 

 

ট্যাগ :

চট্টগ্রামে সংঘর্ষের ঘটনায় বহিস্কৃত যুবদলের দুই নেতা, নিহত জুবায়ের যুবলীগের কর্মী

কৃষক আন্দোলন নিয়ে সরব বলিউড

প্রকাশিত : ১২:০১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১

ভারতের বিতর্কিত তিন কৃষি আইনের বিরুদ্ধে চলমান কৃষক আন্দোলন নিয়ে মুখ খুলেছেন বলিউড সুপার স্টার সালমান খান। তিনি বলেছেন, ‘যে সিদ্ধান্ত নিলে ভালো হয়, সেটাই করা উচিত। সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। সবচেয়ে মহৎ কাজটাই করা উচিত।’

 

শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানায়। ইন্ডিয়া টুডে জানায়, সালমান মুম্বাইয়ে মিউজিক রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান প্রো মিউজিক লিগ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তখন চলমান কৃষক আন্দোলন নিয়ে প্রশ্ন করা হলে ওই মন্তব্য করেন তিনি।

তবে, সালমান খান তার মন্তব্যের কোথাও কৃষক কিংবা সরকার পক্ষের কথা উল্লেখ করেননি। এর আগে তিনি চলমান কৃষক আন্দোলন নিয়ে কোনো টুইট বা নিজের মতামত জানাননি। অন্যান্য বিগ খান- শাহরুখ খান, আমির খান বা সাইফ আলী খান কেউ এখন পর্যন্ত কৃষক আন্দোলন নিয়ে কোনো মন্তব্য করেননি। কৃষক আন্দোলনের সমর্থনে টুইট করে বিষয়টিকে আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত করেছেন পপস্টার রিহান্না এবং পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ।

তবে, এই দুজনের সমালোচনা করেছেন বলিউডের করণ জোহর, অক্ষয় কুমার, অজয় দেবগন, একতা কাপুর থেকে শুরু করে শচীন টেন্ডুলকার।
অন্যদিকে, সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরও বাদ পড়েননি সমালোচনার আক্রমণ থেকে। আন্তর্জাতিক অঙ্গন থেকে ভারতের কৃষক আন্দোলনের সমর্থনে পপ তারকা রিহানা, পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ টুইটারে পোস্ট দেওয়ার পর সামাজিকমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া জানান ভারতের তারকারা। বলিউড, সংগীত ও ক্রিকেট জগতের তারকারা যাদের অনেকেই এতদিন কোনো বিষয়ে মন্তব্য করেননি তারাও এসময় মুখ খুলেছেন। ইতোমধ্যে কৃষক আন্দোলনের মধ্যে খালিস্তানপন্থীদের অনুপ্রবেশ নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী কঙ্গনা রনৌত। তিনি তো বরাবরই সব বিষয়ে সোচ্চার। টুইটারকে যেন একপ্রকার রণক্ষেত্র বানিয়ে নিয়েছেন তিনি। অভিনেত্রী স্বরা ভাস্কর, তাপসী পান্নুদের মতো অনেকেই তীব্র সমালোচনা করেন কঙ্গনার অবস্থানকে। ইতোমধ্যে ক্রিকেটার রোহিত শর্মাকে আক্রমণ করে দেওয়া কঙ্গনার একটি পোস্ট মুছে দিয়েছে টুইটার। শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রবি শাস্ত্রী, অক্ষয় কুমার, অজয় দেবগণ, সুনীল শেঠি, করণ জোহরদের মতো প্রথম সারির অনেক তারকাই এখন সোচ্চার হয়েছেন, যদিও সাধারণত তাদের স্পর্শকাতর বিষয়ে ইতোপূর্বে সম্পৃক্ত হতে দেয়া যায়নি। এঁদের দলে এবার সুর মিলিয়েছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। ঐক্যবদ্ধ ভারতের কথা স্মরণ করিয়ে টুইটারে লতা মঙ্গেশকর লেখেন, ‘ভারত এক অপূর্ব দেশ। আমরা ভারতীয়রা মাথা উঁচু করে চলি। একজন গর্বিত ভারতবাসী হিসেবে আমার পূর্ণ বিশ্বাস, দেশের যেকোনো সমস্যা ও ইস্যুর সমাধান আমরা নিজেরাই করতে পারব দেশের মানুষের স্বার্থ মাথায় রেখে। ’
উল্লেখ্য, ভারতের কৃষক আন্দোলন নিয়ে টুইট-যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কার্যত দ্বিধাবিভক্ত দেশের অভিনয় এবং ক্রীড়াজগৎ। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পর্যায়েও তীব্র বিতর্ক শুরু হয়েছে।
দুই মাসেরও বেশি সময় ধরে ভারতে কৃষক আন্দোলন চলছে। দিল্লির সীমানায় এখনো বসে আছেন কৃষকরা। তারই মধ্যে মঙ্গল এবং বুধবার একাধিক ক্রীড়া এবং অভিনয় জগতের তারকা কৃষকদের সমর্থন জানিয়ে টুইট করেন। যার মধ্যে দীপিকা পাড়ুকোন, তাপসী পান্নু যেমন আছেন, তেমনই আছেন সাবেক ক্রিকেটার হরভজন সিংহ, অলিম্পিকে দেশকে মেডেল এনে দেওয়া বীজেন্দ্র সিংরা। কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন ধর্মেন্দ্র। প্রীতি জিন্টাও সমর্থনের কথা গোপন করেননি। তবে বুধবার শোরগোল ফেলে দেন বিশিষ্ট হলিউড গায়িকা এবং অভিনেত্রী রিহানা। নিজের টুইটার হ্যান্ডেল থেকে তিনি লেখেন, আন্দোলনরত কৃষকদের কেন সমর্থন করবে না গোটা বিশ্ব?
এখানেই শেষ নয়। রিহানার টুইটের কিছুক্ষণের মধ্যেই পরিবেশ আন্দোলনের অন্যতম মুখ গ্রেটা থনবার্গ কৃষকদের সমর্থনে টুইট করেন।