০৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

২৩১ কোটি টাকা ব্যয়ে কর্মসংস্থান ব্যাংক ভবন

কর্মসংস্থান ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংকসহ অন্যান্য রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংকগুলোর ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘কর্মসংস্থান ব্যাংক ভবন নির্মাণ’ প্রকল্পের আওতায় ২৩১ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে ২৫তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ করা হবে। জানা গেছে, ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে কর্মসংস্থান ব্যাংক ও গণপূর্ত অধিদফতর। সংশ্লিষ্টদের প্রস্তাবনা নিয়ে এরই মধ্যে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়েছে। জানতে চাইলে পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) ডা. আ. এ. মো. মহিউদ্দিন ওসমানী বলেন, বর্তমানে জরাজীর্ণ ভবনে কর্মসংস্থান ব্যাংকের কার্যক্রম চলমান। এসব বিবেচনায় প্রকল্পের আওতায় ২৫তলা বিশিষ্ট নান্দনিক ভবন নির্মাণ করা হবে। প্রকল্পের আন্তঃমন্ত্রণালয় সভা এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে। তিনি আরো বলেন, এ প্রকল্পের মূল কার্যক্রম হলো- কর্মসংস্থান ব্যাংক, প্রবাসী  কল্যাণ ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংকসহ অন্যান্য রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংকসমূহের ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য অত্যাধুনিক সুযোগ- সুবিধাসম্পন্ন ৪টি বেইজমেন্টসহ ২৫তলা ভিতের উপর ২৫তলা ভবন নির্মাণ করা। কর্মসংস্থান ব্যাংক দেশের বেকার যুবকদের ঋণ প্রদান করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ তথা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার উদ্দেশ্যে গড়ে তোলা প্রবাসী কল্যাণ ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংকের প্রধান কার্যালয়সমূহের কার্যক্রম ভাড়া করা ভবনে পরিচালিত হচ্ছে। এ তিনটি ব্যাংকসহ বিশেষায়িত ব্যাংকসমূহের নিজস্ব ভবন না থাকায় প্রধানমন্ত্রী এসব ব্যাংকের প্রধান কার্যালয়ের জন্য একটি বহুতল ভবন নির্মাণের জন্য অনুশাসন দিয়েছেন। ঢাকার ১ নম্বর রাজউক অ্যাভিনিউয়ে সরকারি জমিতে সরকারি বিধি অনুযায়ী আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি দৃষ্টিনন্দন বহুতল ভবন নির্মাণের জন্য প্রকল্পটির প্রস্তাব করা হয়েছে। বর্তমানে ঢাকার দৈনিক বাংলায় জরাজীর্ণ ভবনে কার্যক্রম পরিচালনা হচ্ছে কর্মসংস্থান ব্যাংকের। ভবনটি অত্যন্ত পুরানো ও জরাজীর্ণ হওয়ায় প্রধান কার্যালয়ের দৈনন্দিন কার্যক্রম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং স্থানের অভাবে সুষ্ঠুভাবে কর্মসম্পাদন সম্ভব হচ্ছে না। ফলে বাধাগ্রস্ত হচ্ছে ব্যাংকিং সেবা।

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রামে সংঘর্ষের ঘটনায় বহিস্কৃত যুবদলের দুই নেতা, নিহত জুবায়ের যুবলীগের কর্মী

২৩১ কোটি টাকা ব্যয়ে কর্মসংস্থান ব্যাংক ভবন

প্রকাশিত : ১২:০১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১

কর্মসংস্থান ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংকসহ অন্যান্য রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংকগুলোর ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘কর্মসংস্থান ব্যাংক ভবন নির্মাণ’ প্রকল্পের আওতায় ২৩১ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে ২৫তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ করা হবে। জানা গেছে, ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে কর্মসংস্থান ব্যাংক ও গণপূর্ত অধিদফতর। সংশ্লিষ্টদের প্রস্তাবনা নিয়ে এরই মধ্যে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়েছে। জানতে চাইলে পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) ডা. আ. এ. মো. মহিউদ্দিন ওসমানী বলেন, বর্তমানে জরাজীর্ণ ভবনে কর্মসংস্থান ব্যাংকের কার্যক্রম চলমান। এসব বিবেচনায় প্রকল্পের আওতায় ২৫তলা বিশিষ্ট নান্দনিক ভবন নির্মাণ করা হবে। প্রকল্পের আন্তঃমন্ত্রণালয় সভা এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে। তিনি আরো বলেন, এ প্রকল্পের মূল কার্যক্রম হলো- কর্মসংস্থান ব্যাংক, প্রবাসী  কল্যাণ ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংকসহ অন্যান্য রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংকসমূহের ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য অত্যাধুনিক সুযোগ- সুবিধাসম্পন্ন ৪টি বেইজমেন্টসহ ২৫তলা ভিতের উপর ২৫তলা ভবন নির্মাণ করা। কর্মসংস্থান ব্যাংক দেশের বেকার যুবকদের ঋণ প্রদান করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ তথা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার উদ্দেশ্যে গড়ে তোলা প্রবাসী কল্যাণ ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংকের প্রধান কার্যালয়সমূহের কার্যক্রম ভাড়া করা ভবনে পরিচালিত হচ্ছে। এ তিনটি ব্যাংকসহ বিশেষায়িত ব্যাংকসমূহের নিজস্ব ভবন না থাকায় প্রধানমন্ত্রী এসব ব্যাংকের প্রধান কার্যালয়ের জন্য একটি বহুতল ভবন নির্মাণের জন্য অনুশাসন দিয়েছেন। ঢাকার ১ নম্বর রাজউক অ্যাভিনিউয়ে সরকারি জমিতে সরকারি বিধি অনুযায়ী আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি দৃষ্টিনন্দন বহুতল ভবন নির্মাণের জন্য প্রকল্পটির প্রস্তাব করা হয়েছে। বর্তমানে ঢাকার দৈনিক বাংলায় জরাজীর্ণ ভবনে কার্যক্রম পরিচালনা হচ্ছে কর্মসংস্থান ব্যাংকের। ভবনটি অত্যন্ত পুরানো ও জরাজীর্ণ হওয়ায় প্রধান কার্যালয়ের দৈনন্দিন কার্যক্রম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং স্থানের অভাবে সুষ্ঠুভাবে কর্মসম্পাদন সম্ভব হচ্ছে না। ফলে বাধাগ্রস্ত হচ্ছে ব্যাংকিং সেবা।