মুজিববর্ষ উপলক্ষে নরসিংদীতে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম প্রাঙ্গণে মেলার আয়োজন করেছে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।
রোববার বিকেলে নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালকরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে ফিতা কেটে ও পায়রা বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়।
নরসিংদী চেম্বারের সভাপতি আলী হোসেন শিশির বলেছেন, চতুর্থবারের মতো এই মেলা নতুন রূপে সাজানো হয়েছে। মেলার গেট সাজানো হয়েছে মুজিববর্ষ ও বিভিন্ন ঐতিহ্যের আদলে। এ মেলায় বসছে ১০০টি স্টল। আর স্টলগুলো সাজানো হয়েছে।
মেলায় অংশ নিয়েছে দেশি-বিদেশি পণ্যের দোকানিরা। শিশুদের জন্য রয়েছে বিনোদনের বিভিন্ন রাইটস। মেলায় প্রবেশমূল্য ১০ টাকা।
বিজনেস বাংলাদেশ/এম মিজান




















