ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটার উপস্থিতি কমের জন্য বিএনপিকে দায়ী করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।
রবিবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে করা সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন নিয়ে বিএনপি জনগণের মনে ভীতি তৈরি করেছে। তাই ভোটার উপস্থিতি কম ছিল।
এছাড়া তিনদিনের ছুটি পেয়ে অনেক ভোটার গ্রামে বা পর্যটন স্পটে ঘুরতে চলে গিয়েছে। আবার রাজধানীর যেসব ভোটার ভাড়া বাসায় থাকেন, তারা এলাকা পরিবর্তন করার কারণেও অনেকেই ভোট দিতে যাননি। পাশাপাশি গণপরিবহন বন্ধ থাকাও ভোটার উপস্থিতি কম হওয়ার একটা কারণ বলে জানান আওয়ামী লীগের এই সিনিয়র নেতা।
ভোটার উপস্থিতি কম হওয়ায় আওয়ামী লীগের মধ্যে কোন হতাশা কাজ করছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নানক বলেন, না, আমাদের মধ্যে কোন হতাশা কাজ করছে না। বিএনপির ষড়যন্ত্রের পরেও যে মানুষ ভোট দিতে গিয়েছে আমরা এতেই খুশি।
বিজনেস বাংলাদেশ/এম মিজান
























