০৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

পর্দায় আসছেন ‘মনপুরা’ ছবির নায়িকা

গিয়াসউদ্দিন সেলিমের ‘মনপুরা’ ছবিতে চঞ্চল চৌধুরীর বিপরীতে পরী চরিত্রে অনবদ্য অভিনয় দিয়ে দর্শকপ্রিয়তা পেয়েছিলেন ফারহানা মিলি। এরপর নাটকে দেখা গেলেও আর দেখা মেলে নি চলচ্চিত্রে। এখন নাটকে অভিনয়ও অনেকটা কমিয়ে দিয়েছেন। মাঝেমধ্যে হাজির হন ছোট পর্দায়।

অনেকদিন পর আবারও হাজির হলেন পর্দায়। না কোন সিনেমায় নয়, অভিনয় করেছেন একটি টেলিছবিতে। এর নাম ‘প্রিয় মহাজন’। স্বাধীন সাহার রচনায় এটি পরিচালনা করেছেন বর্ণ নাথ। এখানে ফারহানা মিলির সঙ্গে অভিনয় করেছেন প্রাণ রায়, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।

বাবুল মহাজন চরিত্রের প্রাণ রায় সুদে টাকার ব্যবসা করেন। কিন্তু তিনি গ্রামের মানুষের সকলেরই প্রিয়। কারণ বাবুল হমাজন ৫/৭ পার্সেন্ট সুদে টাকা দেয় মানুষদের। এর জন্য অন্য সুদী মহাজনদের কাছে বাবুল শক্র। এদিকে বাবুল মহাজনের স্ত্রী চরিত্রে মিলি তার এই ব্যবসার বিপক্ষে। বিয়ের ৫ বছর হলেও এখনো সন্তান না আসাতে তিনি স্বামীর বিরুদ্ধে কাজ করেন। এমনই গল্পে নির্মিত হয়েছে টেলিছবিটি।

আগামীকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে এই টেলিছবিটি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩

পর্দায় আসছেন ‘মনপুরা’ ছবির নায়িকা

প্রকাশিত : ০৪:২৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০

গিয়াসউদ্দিন সেলিমের ‘মনপুরা’ ছবিতে চঞ্চল চৌধুরীর বিপরীতে পরী চরিত্রে অনবদ্য অভিনয় দিয়ে দর্শকপ্রিয়তা পেয়েছিলেন ফারহানা মিলি। এরপর নাটকে দেখা গেলেও আর দেখা মেলে নি চলচ্চিত্রে। এখন নাটকে অভিনয়ও অনেকটা কমিয়ে দিয়েছেন। মাঝেমধ্যে হাজির হন ছোট পর্দায়।

অনেকদিন পর আবারও হাজির হলেন পর্দায়। না কোন সিনেমায় নয়, অভিনয় করেছেন একটি টেলিছবিতে। এর নাম ‘প্রিয় মহাজন’। স্বাধীন সাহার রচনায় এটি পরিচালনা করেছেন বর্ণ নাথ। এখানে ফারহানা মিলির সঙ্গে অভিনয় করেছেন প্রাণ রায়, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।

বাবুল মহাজন চরিত্রের প্রাণ রায় সুদে টাকার ব্যবসা করেন। কিন্তু তিনি গ্রামের মানুষের সকলেরই প্রিয়। কারণ বাবুল হমাজন ৫/৭ পার্সেন্ট সুদে টাকা দেয় মানুষদের। এর জন্য অন্য সুদী মহাজনদের কাছে বাবুল শক্র। এদিকে বাবুল মহাজনের স্ত্রী চরিত্রে মিলি তার এই ব্যবসার বিপক্ষে। বিয়ের ৫ বছর হলেও এখনো সন্তান না আসাতে তিনি স্বামীর বিরুদ্ধে কাজ করেন। এমনই গল্পে নির্মিত হয়েছে টেলিছবিটি।

আগামীকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে এই টেলিছবিটি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান