ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিক্যুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক রমজান আলীকে চূড়ান্তভাবে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে রিজেন্ট বোর্ড।
হাবিপ্রবির সর্বোচ্চ ফোরাম রিজেন্ট বোর্ডের ৪৮তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৮ সালের ৩০ জুলাই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
সূত্রমতে, ২০১৭ সালের ১৮ সেপ্টেম্বর ওই বিভাগের এক ছাত্রী এমএস প্রোগ্রামের তত্ত্বাবধায়ক ও সহকারী অধ্যাপক রমজান আলীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, রমজান আলী পরীক্ষার খাতা দেয়া, প্রপোজাল লেখাসহ বিভিন্ন অজুহাতে একাধিকবার ওই ছাত্রীকে তার বাসায় যাওয়ার প্রস্তাব দেন। ওই ছাত্রী একাকী বাসায় যেতে অস্বীকৃতি জানালে রমজান আলী প্রপোজাল জমা দেয়ায় অসহযোগিতাসহ বিভিন্নভাবে হয়রানি ও যৌন হয়রানি করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি করে।
পরে ২০১৮ সালের ১৬ জানুয়ারি রমজান আলীর স্ত্রী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক এবং যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগ করেন। সে অভিযোগের সত্যতা মেলে তদন্তে।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























