সাইবেরিয়ার ভূগর্ভস্থ হিমায়িত অঞ্চলে ৪৬ হাজার বছর আগের একটি পাখির মৃতদেহ পাওয়া গেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
পাখিটি পাওয়া যায় মূলত ২০১৮ সালে, উত্তর-পূর্ব সাইবেরিয়ার বেলায়ে গোরা অঞ্চলে। এরপর স্টকহোম ইউনিভার্সিটি সেন্টারের গবেষকেরা সেটি পরীক্ষা করতে নিয়ে যান। এতদিন পর তারা পাখিটির বয়স জানালেন।
নিকোলাস ডাসেক্স নামের একজন গবেষক সাংবাদিকদের বলেন, ‘শিংওয়ালা লার্ক পাখিটির দুটি প্রজাতি এখনো পৃথিবীতে আছে। একটি সাইবেরিয়ায় আরেকটি মঙ্গোলিয়ায়।’
শিংযুক্ত লার্ক মেয়ে পাখিটির বংশধররা এখনো পৃথিবীতে টিকে আছে। ‘উপ প্রজাতির বৈচিত্র্য কীভাবে বিবর্তিত হয় এই পাখির দেহ থেকে সেটি বুঝতে আমাদের সুবিধা হবে।’
বিজনেস বাংলাদেশ/ এ আর


























