প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮ পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চার শিক্ষার্থী। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) শাপলা হলে এ পদক নেন তারা।
তারা হলেন পুরকৌশল বিভাগের মুহাম্মদ সাইফুল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সঞ্চয় বড়ুয়া, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের নাজমুল হুদা নাঈম, পেট্রেলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের কাকন সুলতানা।
পুরকৌশল বিভাগের মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ অর্জন জন্য আল্লাহর কাছে শুকরিয়া। প্রয়াত বড় বোন সামিহা সুলতানা নাজমাকে উৎসর্গ করেছি। এ সম্মানজনক অর্জনের পেছনে অনুঘটক হিসেবে কাজ করেছে মা-বাবা। বাল্যকাল থেকে আমার শিক্ষক, পরিবার, আত্মীয়-স্বজন, বড় ভাই সর্বোপরি শুভাকাঙ্ক্ষীর দোয়া, দিকনির্দেশনা এবং ভালোবাসা।
স্বর্ণপদকপ্রাপ্ত চারজনই চুয়েটের ১৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। চারজনের তিনজনই বর্তমানে চুয়েটে শিক্ষক হয়েছেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























