০৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

মুজিববর্ষে অতিরিক্ত খরচ না করতে প্রধানমন্ত্রীর তাগিদ

মুজিববর্ষকে কেন্দ্র করে অতিরিক্ত খরচ না করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশপাশি অতিরিক্ত কর্মসূচি পরিহারের বিষয়ে দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার (২ মার্চ) তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ তাগিদ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে নিজ নিজ মন্ত্রণালয়ের একটি কর্মসূচিকে মুজিববর্ষের কর্মসূচি হিসেবে দেখাতে বলেছেন প্রধানমন্ত্রী। বড় বাজেটের কর্মসূচি অথবা বাড়তি খরচের কর্মসূচি যেকোনোভাবেই পরিহার করার জন্যও বলেছেন।

মুজিববর্ষের জাতীয় কর্মসূচি বাস্তবায়নে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি বাজেট কমিটি গঠন করা হয়েছে জানিয়ে সচিব বলেন, জাতীয় কমিটির অনেক কর্মসূচি বাস্তবায়ন করতে হচ্ছে। মূলত খরচ সমন্বয় করতেই বাজেট কমিটি কাজ করবে। মুজিববর্ষ উপলক্ষে দলীয় ব্যানারে কিছু কর্মসূচি নেওয়া হয়েছে। সেক্ষেত্রে নির্দেশনা আছে, জাতীয় কমিটির সঙ্গে সমন্বয় করে এসব দলীয় কর্মসূচি পালন করতে হবে।

অর্থ মন্ত্রণালয়ের আগেকার কর্মসূচিকে মুজিববর্ষের কর্মসূচি দেখানো হচ্ছে জানিয়ে সচিব বলেন, অর্থ মন্ত্রণালয় আগে একটি কর্মসূচি হাতে নিয়েছিল। সেটি হলো যারা অবসর ভাতা পান, তারা যাতে ঘরে বসে নিজের ব্যাংক অ্যাকাউন্টে এটা পেতে পারেন। এই কর্মসূচিটি মুজিববর্ষের কর্মসূচি হিসেবে দেখানো হচ্ছে বলেও জানান মন্ত্রী পরিষদ সচিব।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

মুজিববর্ষে অতিরিক্ত খরচ না করতে প্রধানমন্ত্রীর তাগিদ

প্রকাশিত : ০৫:৫১:০৪ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০

মুজিববর্ষকে কেন্দ্র করে অতিরিক্ত খরচ না করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশপাশি অতিরিক্ত কর্মসূচি পরিহারের বিষয়ে দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার (২ মার্চ) তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ তাগিদ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে নিজ নিজ মন্ত্রণালয়ের একটি কর্মসূচিকে মুজিববর্ষের কর্মসূচি হিসেবে দেখাতে বলেছেন প্রধানমন্ত্রী। বড় বাজেটের কর্মসূচি অথবা বাড়তি খরচের কর্মসূচি যেকোনোভাবেই পরিহার করার জন্যও বলেছেন।

মুজিববর্ষের জাতীয় কর্মসূচি বাস্তবায়নে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি বাজেট কমিটি গঠন করা হয়েছে জানিয়ে সচিব বলেন, জাতীয় কমিটির অনেক কর্মসূচি বাস্তবায়ন করতে হচ্ছে। মূলত খরচ সমন্বয় করতেই বাজেট কমিটি কাজ করবে। মুজিববর্ষ উপলক্ষে দলীয় ব্যানারে কিছু কর্মসূচি নেওয়া হয়েছে। সেক্ষেত্রে নির্দেশনা আছে, জাতীয় কমিটির সঙ্গে সমন্বয় করে এসব দলীয় কর্মসূচি পালন করতে হবে।

অর্থ মন্ত্রণালয়ের আগেকার কর্মসূচিকে মুজিববর্ষের কর্মসূচি দেখানো হচ্ছে জানিয়ে সচিব বলেন, অর্থ মন্ত্রণালয় আগে একটি কর্মসূচি হাতে নিয়েছিল। সেটি হলো যারা অবসর ভাতা পান, তারা যাতে ঘরে বসে নিজের ব্যাংক অ্যাকাউন্টে এটা পেতে পারেন। এই কর্মসূচিটি মুজিববর্ষের কর্মসূচি হিসেবে দেখানো হচ্ছে বলেও জানান মন্ত্রী পরিষদ সচিব।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ