০৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

শারীরিক ও মানসিক সুস্থতায় খেলাধুলার বিকল্প নেই: চবক চেয়ারম্যান

ক্রীড়ার মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা এবং শৃঙ্খলাবোধ গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতির আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি ) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতির ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়াম (বন্দর স্টেডিয়াম)-এ অনুষ্ঠিত হয়। সকাল ৯টা ০০ মিনিটে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান, ওএসপি, এনডিসি, এনসিসি, পিএসসি।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সুস্থ দেহে সুস্থ মন বিরাজ করে—এ কথা উল্লেখ করে তিনি বলেন, নিয়মিত খেলাধুলা মানুষের মানসিক প্রশান্তি ও প্রফুল্লতা বৃদ্ধি করে। ক্রীড়া প্রতিযোগিতা ও খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলাবোধ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বিশেষভাবে প্যারেডে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, মানসিক বিকাশ ও সুস্থ জীবনধারা গড়ে তুলতে খেলাধুলায় অংশগ্রহণের কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তোলার আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ (জি), বিএসপি, পিএসসি, বিএন; সদস্য (প্রকৌশল) কমডোর মোঃ মাযহারুল ইসলাম জুয়েল (ই), পিএসসি; চবক ক্রীড়া সমিতির সভাপতি ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মোঃ ওমর ফারুক এবং চবক ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক ও বন্দর সচিব মোহাম্মদ আজিজুল মওলা।

এছাড়াও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন বিভাগীয় প্রধান, উপবিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দৌড়, লং জাম্প, হাই জাম্প, রিলে রেসসহ বিভিন্ন খেলায় কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতা শেষে বিকেল ৪টা ৩০ মিনিটে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর মহিলা সংঘের প্রধান পৃষ্ঠপোষক মিসেস আইরিন জামান। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় এবং ক্রীড়া ও সুস্থ জীবনধারার গুরুত্ব তুলে ধরে অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

ডিএস.

ট্যাগ :
জনপ্রিয়

শারীরিক ও মানসিক সুস্থতায় খেলাধুলার বিকল্প নেই: চবক চেয়ারম্যান

প্রকাশিত : ০২:২৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

ক্রীড়ার মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা এবং শৃঙ্খলাবোধ গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতির আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি ) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতির ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়াম (বন্দর স্টেডিয়াম)-এ অনুষ্ঠিত হয়। সকাল ৯টা ০০ মিনিটে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান, ওএসপি, এনডিসি, এনসিসি, পিএসসি।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সুস্থ দেহে সুস্থ মন বিরাজ করে—এ কথা উল্লেখ করে তিনি বলেন, নিয়মিত খেলাধুলা মানুষের মানসিক প্রশান্তি ও প্রফুল্লতা বৃদ্ধি করে। ক্রীড়া প্রতিযোগিতা ও খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলাবোধ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বিশেষভাবে প্যারেডে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, মানসিক বিকাশ ও সুস্থ জীবনধারা গড়ে তুলতে খেলাধুলায় অংশগ্রহণের কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তোলার আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ (জি), বিএসপি, পিএসসি, বিএন; সদস্য (প্রকৌশল) কমডোর মোঃ মাযহারুল ইসলাম জুয়েল (ই), পিএসসি; চবক ক্রীড়া সমিতির সভাপতি ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মোঃ ওমর ফারুক এবং চবক ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক ও বন্দর সচিব মোহাম্মদ আজিজুল মওলা।

এছাড়াও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন বিভাগীয় প্রধান, উপবিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দৌড়, লং জাম্প, হাই জাম্প, রিলে রেসসহ বিভিন্ন খেলায় কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতা শেষে বিকেল ৪টা ৩০ মিনিটে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর মহিলা সংঘের প্রধান পৃষ্ঠপোষক মিসেস আইরিন জামান। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় এবং ক্রীড়া ও সুস্থ জীবনধারার গুরুত্ব তুলে ধরে অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

ডিএস.