পুঁজিবাজার নিয়ে সরকার কাজ করছে জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, পুঁজিবাজার উঠবে, না নামবে, আমি তা নিয়ে কাজ করি না। আমার কাজ হচ্ছে অর্থনীতিকে শক্তিশালী করা।
বৃহস্পতিবার (০৫ মার্চ) কারওয়ানবাজারে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২০’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আমেরিকাসহ অনেক উন্নত ঋণের সুদের হার বেঁধে দেয়। সরকারও সারাজীবন ঋণের সুদের হার বেঁধে দেবে না। বাজার যখন স্থিতিশীল হবে, তখন বাজারের উপর ছেড়ে দেয়া হবে।
সুদের হার কমিয়ে আনতে হবে জানিয়ে তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য সুদের হার কমিয়ে আনতে হবে, এ জন্য এখানে হাত দেয়া হয়েছে। পরিস্থিতি বা বাজার স্বাভাবিক হলে এটিও তুলে দেয়া হবে।
দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে এখানে তিন কোটি মানুষের কর্মসংস্থান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বিজনেস বাংলাদেশ/ আরিফ






















