০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

লালমনিরহাট-৩ আসনে ধানের শীষ প্রার্থীর প্রচারণায় ভিক্ষুকরা!

আসছে ১২ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে লালমনিরহাট তিন সংসদীয় আসনে নির্বাচনী প্রচার-প্রচারনা এখন তুঙ্গে। এ আসনে স্ত্রী ও ছেলের পাশাপাশি লালমনিরহাট-৩ (সদর) আসনে বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর প্রচারণায় নেমেছে ভিক্ষুকরাও। তাঁরা আলাদা আলাদা ভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ফলে দুলুর প্রচার-প্রচারণা গণসংযোগের ব্যতিক্রম মাত্রা বৃদ্ধি পাওয়ায় নির্বাচনি উত্তাপ আরও বাড়িয়ে তুলেছে।

জানা যায়, লালমনিরহাট সদর উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে ১৮ লালমনিরহাট-৩ (সদর) আসন গঠিত। এখানকার ভোটার সংখ্যা ৩ লক্ষ ৩ তিন ৯১৩ জন। তারমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৫১ হাজার ৭০৪ জন আর নারী ভোটার ১ লক্ষ ৫২ হাজার ২০৮ জন।

এ আসনের ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ্যাড. আবু তাহের (দাঁড়িপাল্লা), বিএনপি’র অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু (ধানের শীষ), জাতীয় পার্টির জাহিদ হাসান লিমন (লাঙ্গল), কমিউনিস্ট পার্টির এ্যাড, মধুসুদন রায় (কাস্তে), গণসংহতি আন্দোলন দীপক কুমার রায় (মাথাল), বাংলাদেশ ইসলামী আন্দোলন আমিনুল ইসলাম (হাতপাখা)।

এসব প্রার্থীর মধ্যে লালমনিরহাট-৩ (সদর) আসনের বিএনপি’র ধানের শীষ প্রতীকের হেভিওয়েট প্রার্থী, সাবেক উপমন্ত্রী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপমন্ত্রী ছিলেন। সেই সময় ১৩ টি অপরাধ মুক্ত আলোকিত লালমনিরহাট গঠনের রুপকার হিসেবে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু একজন সুপরিচিত প্রার্থী।

এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নির্বাচনী প্রচার-প্রচারনায় কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন। কখনো নেতাকর্মী, কখনো স্ত্রী, কখনো ছেলেকে আবার কখনো স্ত্রী-ছেলেকে নিয়ে পায়ে হেঁটে গাড়ীতে চড়ে, শহর, ইউনিয়ন, হাট-বাজার, পাড়া, মহল্লায় মহল্লায় আসাদুল হাবিব দুলুও দিন-রাত গণসংযোগে ব্যস্থ সময় পার করছেন। দুলুর মর্যাদার লড়াইয়ে গণসংযোগের মাত্রায় স্ত্রী ও ছেলের পাশাপাশি অংশ নিয়েছেন ভিক্ষুকরাও। এসব ব্যাক্তিদের ব্যতিক্রম প্রচার-প্রচারণা সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) ধানের শীষের গণজোয়ার উঠেছে।

লালমনিরহাট-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী সাবেক উপমন্ত্রী ভোটযুদ্ধে বিজয়ী করার জন্য তার ছেলের পাশাপাশি প্রচারে নামেন তার স্ত্রী, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়লা হাবিব। তিনি বেশকিছু দিন ধরে প্রচারণা শুরু করেছেন। নারী নেতা-কর্মীদের নিয়ে আলাদাভাবে প্রচারণা চালান। আবার কখনো দুলুর সঙ্গেই জনসভার মঞ্চে থেকে বক্তব্য দিচ্ছেন। বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ছাড়াও পথসভায় সকাল থেকে রাত পর্যন্ত তিনি প্রচারণা বক্তব্য দেন। আসাদুল হাবিব দুলু একদিকে প্রচারণার গেলে, অন্যদিকে যাচ্ছেন স্ত্রী লায়লা হাবিব।

লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকায় জনসভার মঞ্চে ছিলেন দুলুর ছেলে লন্ডন ফিরত আহনাফ হাবিব ইনতিসার বাবার সঙ্গে কয়েকটি জনসভায় করেছেন। বক্তব্য দিচ্ছে, ভোটও চাচ্ছেন। মাঝেমধ্যে ছাত্রদলের নেতা-কর্মীদের নিয়ে হাটে-বাজারে ধানের শীষের জোয়ার তুলেছে। এ সময় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করে বাবার পক্ষে ভোট ও দোয়া কামনা করেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণসংযোগ, প্রচারপত্র বিলি ও উঠান বৈঠক করছেন।

এদিকে শুধু সাংসদের পরিবারের সদস্যরাই নন, লালমনিরহাট-৩ আসনে আসাদুল হাবিব দুলু নির্বাচনী গণসংযোগে নেমেছেন জেলা শহরের ভিক্ষুকরা। তারা ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছেন। এমনকি বিভিন্ন ছন্দে আনন্দে মাইক বাজিয়েও ভোট ভিক্ষা সহ লালমনিরহাট সদরের বিভিন্ন এলাকায় গণসংযোগের পাশাপাশি প্রচারপত্র বিলি করায় নতুন ভোট ব্যাংক সৃষ্টি হয়েছে।

নতুন ভোটাররা জানান, শুধু স্লোগান বা আশ্বাসে বিশ্বাস করতে চান না। যে যাই বলুক না কেন, নতুন ও তরুণ ভোটাররা খুঁজছেন সৎ ও যোগ্য প্রার্থীকে। লালমনিরহাটের ভবিষ্যৎ উন্নয়ন, কর্মসংস্থান ও জেলাবাসীর জীবনের মানোন্নয়নের নিবেদিত প্রার্থীকে ভোট দেবে।

এ বিষয়ে লায়লা হাবিব বলেন, লালমনিরহাট-৩ (সদর) আসনে বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর প্রচারণায় শুধু ভিক্ষুকরা নন, সব শ্রেণি পেশার মানুষ তাকে ভালবেসে দুলু ভাইয়ের পক্ষে ভোট চাচ্ছেন। এতে জনগণের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। সবাই ধানের শীষে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে রয়েছেন।

ডিএস/

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাট-৩ আসনে ধানের শীষ প্রার্থীর প্রচারণায় ভিক্ষুকরা!

প্রকাশিত : ০৪:৪৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

আসছে ১২ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে লালমনিরহাট তিন সংসদীয় আসনে নির্বাচনী প্রচার-প্রচারনা এখন তুঙ্গে। এ আসনে স্ত্রী ও ছেলের পাশাপাশি লালমনিরহাট-৩ (সদর) আসনে বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর প্রচারণায় নেমেছে ভিক্ষুকরাও। তাঁরা আলাদা আলাদা ভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ফলে দুলুর প্রচার-প্রচারণা গণসংযোগের ব্যতিক্রম মাত্রা বৃদ্ধি পাওয়ায় নির্বাচনি উত্তাপ আরও বাড়িয়ে তুলেছে।

জানা যায়, লালমনিরহাট সদর উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে ১৮ লালমনিরহাট-৩ (সদর) আসন গঠিত। এখানকার ভোটার সংখ্যা ৩ লক্ষ ৩ তিন ৯১৩ জন। তারমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৫১ হাজার ৭০৪ জন আর নারী ভোটার ১ লক্ষ ৫২ হাজার ২০৮ জন।

এ আসনের ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ্যাড. আবু তাহের (দাঁড়িপাল্লা), বিএনপি’র অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু (ধানের শীষ), জাতীয় পার্টির জাহিদ হাসান লিমন (লাঙ্গল), কমিউনিস্ট পার্টির এ্যাড, মধুসুদন রায় (কাস্তে), গণসংহতি আন্দোলন দীপক কুমার রায় (মাথাল), বাংলাদেশ ইসলামী আন্দোলন আমিনুল ইসলাম (হাতপাখা)।

এসব প্রার্থীর মধ্যে লালমনিরহাট-৩ (সদর) আসনের বিএনপি’র ধানের শীষ প্রতীকের হেভিওয়েট প্রার্থী, সাবেক উপমন্ত্রী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপমন্ত্রী ছিলেন। সেই সময় ১৩ টি অপরাধ মুক্ত আলোকিত লালমনিরহাট গঠনের রুপকার হিসেবে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু একজন সুপরিচিত প্রার্থী।

এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নির্বাচনী প্রচার-প্রচারনায় কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন। কখনো নেতাকর্মী, কখনো স্ত্রী, কখনো ছেলেকে আবার কখনো স্ত্রী-ছেলেকে নিয়ে পায়ে হেঁটে গাড়ীতে চড়ে, শহর, ইউনিয়ন, হাট-বাজার, পাড়া, মহল্লায় মহল্লায় আসাদুল হাবিব দুলুও দিন-রাত গণসংযোগে ব্যস্থ সময় পার করছেন। দুলুর মর্যাদার লড়াইয়ে গণসংযোগের মাত্রায় স্ত্রী ও ছেলের পাশাপাশি অংশ নিয়েছেন ভিক্ষুকরাও। এসব ব্যাক্তিদের ব্যতিক্রম প্রচার-প্রচারণা সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) ধানের শীষের গণজোয়ার উঠেছে।

লালমনিরহাট-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী সাবেক উপমন্ত্রী ভোটযুদ্ধে বিজয়ী করার জন্য তার ছেলের পাশাপাশি প্রচারে নামেন তার স্ত্রী, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়লা হাবিব। তিনি বেশকিছু দিন ধরে প্রচারণা শুরু করেছেন। নারী নেতা-কর্মীদের নিয়ে আলাদাভাবে প্রচারণা চালান। আবার কখনো দুলুর সঙ্গেই জনসভার মঞ্চে থেকে বক্তব্য দিচ্ছেন। বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ছাড়াও পথসভায় সকাল থেকে রাত পর্যন্ত তিনি প্রচারণা বক্তব্য দেন। আসাদুল হাবিব দুলু একদিকে প্রচারণার গেলে, অন্যদিকে যাচ্ছেন স্ত্রী লায়লা হাবিব।

লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকায় জনসভার মঞ্চে ছিলেন দুলুর ছেলে লন্ডন ফিরত আহনাফ হাবিব ইনতিসার বাবার সঙ্গে কয়েকটি জনসভায় করেছেন। বক্তব্য দিচ্ছে, ভোটও চাচ্ছেন। মাঝেমধ্যে ছাত্রদলের নেতা-কর্মীদের নিয়ে হাটে-বাজারে ধানের শীষের জোয়ার তুলেছে। এ সময় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করে বাবার পক্ষে ভোট ও দোয়া কামনা করেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণসংযোগ, প্রচারপত্র বিলি ও উঠান বৈঠক করছেন।

এদিকে শুধু সাংসদের পরিবারের সদস্যরাই নন, লালমনিরহাট-৩ আসনে আসাদুল হাবিব দুলু নির্বাচনী গণসংযোগে নেমেছেন জেলা শহরের ভিক্ষুকরা। তারা ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছেন। এমনকি বিভিন্ন ছন্দে আনন্দে মাইক বাজিয়েও ভোট ভিক্ষা সহ লালমনিরহাট সদরের বিভিন্ন এলাকায় গণসংযোগের পাশাপাশি প্রচারপত্র বিলি করায় নতুন ভোট ব্যাংক সৃষ্টি হয়েছে।

নতুন ভোটাররা জানান, শুধু স্লোগান বা আশ্বাসে বিশ্বাস করতে চান না। যে যাই বলুক না কেন, নতুন ও তরুণ ভোটাররা খুঁজছেন সৎ ও যোগ্য প্রার্থীকে। লালমনিরহাটের ভবিষ্যৎ উন্নয়ন, কর্মসংস্থান ও জেলাবাসীর জীবনের মানোন্নয়নের নিবেদিত প্রার্থীকে ভোট দেবে।

এ বিষয়ে লায়লা হাবিব বলেন, লালমনিরহাট-৩ (সদর) আসনে বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর প্রচারণায় শুধু ভিক্ষুকরা নন, সব শ্রেণি পেশার মানুষ তাকে ভালবেসে দুলু ভাইয়ের পক্ষে ভোট চাচ্ছেন। এতে জনগণের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। সবাই ধানের শীষে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে রয়েছেন।

ডিএস/