০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

পুলিশের অভিযানেও খোঁজ মেলেনি অপহৃত ৬ কৃষকের

দীর্ঘ অভিযান চালিয়েও খোঁজ মেলেনি কক্সবাজারের টেকনাফ উপজেলায় সশস্ত্র ব্যক্তিদের হাতে অপহরণের শিকার সেই ৬ কৃষকের। তবে তাদের উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে এসব তথ্য জানান টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম।

জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং মিনাবাজার সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে ছয় কৃষককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। তাদের জিম্মি করে পাহাড়ে নিয়ে যাওয়া হয়।

পরে তাদের উদ্ধারে বুধবার সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত টেকনাফের পাহাড়ি এলাকায় অভিযান চালায় পুলিশ। তবে এখন পর্যন্ত তাদের খোঁজ মেলেনি।
অপহৃত কৃষকরা হলেন, উপজেলা হোয়াইক্যং মিনা বাজার এলাকার মৃত সুলতান ফকিরের ছেলে মো. জমির (৬২), রবিউল আলমের ছেলে শফি আলম (১৩), এজাহার হোসেনের ছেলে মোহাম্মদ আলম (প্রকাশ মাহাত আলম) (১৮), মৃত শামসুল আলমের ছেলে জাহিদ হোসেন (প্রকাশ মুন্না) (৩০), এছাড়া একই ইউনিয়নের ঝিমংখালী আশ্রয়ণ প্রকল্পের মোজাহের (৬০) ও মোস্তাক (১২)।

ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আজকে (বুধবার) পাহাড়ে দীর্ঘ প্রায় তিন ঘণ্টা অভিযান চালানো হলেও এখন পর্যন্ত অপহৃত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা ভিকটিমদের উদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, ভিকটিমদের পরিবার থেকে এখনও কেউ থানায় অভিযোগ করেনি। তবুও অপহরণকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।

ডিএস.

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পুলিশের অভিযানেও খোঁজ মেলেনি অপহৃত ৬ কৃষকের

প্রকাশিত : ০৪:৪৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

দীর্ঘ অভিযান চালিয়েও খোঁজ মেলেনি কক্সবাজারের টেকনাফ উপজেলায় সশস্ত্র ব্যক্তিদের হাতে অপহরণের শিকার সেই ৬ কৃষকের। তবে তাদের উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে এসব তথ্য জানান টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম।

জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং মিনাবাজার সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে ছয় কৃষককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। তাদের জিম্মি করে পাহাড়ে নিয়ে যাওয়া হয়।

পরে তাদের উদ্ধারে বুধবার সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত টেকনাফের পাহাড়ি এলাকায় অভিযান চালায় পুলিশ। তবে এখন পর্যন্ত তাদের খোঁজ মেলেনি।
অপহৃত কৃষকরা হলেন, উপজেলা হোয়াইক্যং মিনা বাজার এলাকার মৃত সুলতান ফকিরের ছেলে মো. জমির (৬২), রবিউল আলমের ছেলে শফি আলম (১৩), এজাহার হোসেনের ছেলে মোহাম্মদ আলম (প্রকাশ মাহাত আলম) (১৮), মৃত শামসুল আলমের ছেলে জাহিদ হোসেন (প্রকাশ মুন্না) (৩০), এছাড়া একই ইউনিয়নের ঝিমংখালী আশ্রয়ণ প্রকল্পের মোজাহের (৬০) ও মোস্তাক (১২)।

ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আজকে (বুধবার) পাহাড়ে দীর্ঘ প্রায় তিন ঘণ্টা অভিযান চালানো হলেও এখন পর্যন্ত অপহৃত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা ভিকটিমদের উদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, ভিকটিমদের পরিবার থেকে এখনও কেউ থানায় অভিযোগ করেনি। তবুও অপহরণকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।

ডিএস.