ফরিদপুরের কোতয়ালী থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলির একাংশ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব-১০।উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে তিনটি অবিস্ফোরিত গ্রেনেড, ৪১টি শটগান কার্তুজ এবং ৩০টি গ্যাস গানের তাজা কার্তুজ সদৃশ বস্তু।বৃহস্পতিবার র্যাব-১০ এর পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপনসূত্রে খবর পেয়ে বুধবার (২৮ জানুয়ারি) রাত আড়াইটার দিকে ফরিদপুর শহরের বিএডিসি অফিসের দক্ষিণ পাশের প্রাচীরের বাইরের অংশ ও চরকমলাপুরগামী সড়কের পাশে বিদ্যুতের খুঁটির সংলগ্ন ঝোপঝাড়ের ভেতরে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।র্যাবের ধারণা, উদ্ধার হওয়া গ্রেনেড ও কার্তুজগুলো ফরিদপুর কোতয়ালী থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র ও গোলাবারুদের অংশ।
র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, ২০২৪ সালের ৫ আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান”-কে কেন্দ্র করে দুর্বৃত্তরা দেশের বিভিন্ন থানায় একযোগে হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করে। পরবর্তীকালে এসব অস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হওয়ায় সারাদেশে জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।
র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্র ও সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে র্যাব সর্বদা প্রস্তুত। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় আমরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছি।
ডিএস./




















