রাজধানীর বিমানবন্দর সংলগ্ন কাউলা এলাকার একটি জঙ্গলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিল্পী ও বাবু নামে দুজনকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ। বিমানবন্দর থানার এসআই মো. শরীফ হোসেন শনিবার বিকেলে (১৪ মার্চ) বলেন, দুজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই কিশোরীকে। পরে শনিবার ভোরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
অসুস্থ কিশোরীকে হাসপাতালে নিয়ে আসে এক কিশোর। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কিশোর সাংবাদিকদের জানায়, ওই কিশোরীসহ তারা বিমানবন্দর রেলস্টেশনেই থাকে। রাত আড়াইটার দিকে স্থানীয় রাজুসহ তিনজন কিশোরীকে ডেকে কাউলা এলাকায় একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























