০৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগামী ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার দুপুরে এক জরুরী সভা শেষে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় বিশ্ববিদ্যালয়ের হল সমূহ বন্ধ থাকবে বলে জানান তিনি। এবং বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কর্মকান্ড বন্ধ থাকবে।

এদিকে আগামী ১৮ মার্চ থেকে হলসমূহ বন্ধ হবে। শিক্ষার্থীদেরকে ওই দিন বিকেল ৪ টার মধ্যে আবাসিক হল সমূহ ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ মখদুম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আরিফুর রহমান।

তিনি বলেন, হল প্রাধ্যক্ষ কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হলসমূহ বন্ধ থাকবে। তবে ক্লাস পরীক্ষা এবং হল বন্ধ থাকলেও অফিস সমূহ খোলা থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য, দেশ করোনা সংক্রমিত হওয়ার পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধের দাবি উঠেছিল। তবে শুরুতে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল স্কুল-কলেজ বন্ধ হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। তবে প্রয়োজন হলে বন্ধ ঘোষণা করা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় সরকারের নির্দেশনার অপেক্ষায় ছিল। সরকার আগামীকাল থেকে বন্ধ ঘোষনার পর পরই রাবি প্রশাসন এই সিদ্ধান্ত নেয়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের চ্যালেঞ্জে ১২ ফেব্রুয়ারি নির্বাচন

রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

প্রকাশিত : ০২:৪৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগামী ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার দুপুরে এক জরুরী সভা শেষে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় বিশ্ববিদ্যালয়ের হল সমূহ বন্ধ থাকবে বলে জানান তিনি। এবং বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কর্মকান্ড বন্ধ থাকবে।

এদিকে আগামী ১৮ মার্চ থেকে হলসমূহ বন্ধ হবে। শিক্ষার্থীদেরকে ওই দিন বিকেল ৪ টার মধ্যে আবাসিক হল সমূহ ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ মখদুম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আরিফুর রহমান।

তিনি বলেন, হল প্রাধ্যক্ষ কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হলসমূহ বন্ধ থাকবে। তবে ক্লাস পরীক্ষা এবং হল বন্ধ থাকলেও অফিস সমূহ খোলা থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য, দেশ করোনা সংক্রমিত হওয়ার পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধের দাবি উঠেছিল। তবে শুরুতে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল স্কুল-কলেজ বন্ধ হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। তবে প্রয়োজন হলে বন্ধ ঘোষণা করা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় সরকারের নির্দেশনার অপেক্ষায় ছিল। সরকার আগামীকাল থেকে বন্ধ ঘোষনার পর পরই রাবি প্রশাসন এই সিদ্ধান্ত নেয়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ