করোনা ভাইরাসের কারণে সারাদেশে থেমে গেছে স্বাভাবিক কার্যক্রম। বাড়ি ভাড়া নিয়ে শিক্ষার্থীদের মাঝে তৈরি হয়েছে নতুন সমস্যা।
সেই সমস্যা সামাধানের জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)।
বৃহস্পতিবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য দেয়া হয়। অফিস আদেশে বলা হয়, কোভিড-১৯ এর কারণে গত মার্চ মাসের ১৯ তারিখে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় এবং পরে গোপালগঞ্জে লকডাউন শুরু হলে বিশ্ববিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের মানবেতর জীবন যাপন শুরু হয়।
ফলে শিক্ষার্থীদের মেস কিংবা সিট ভাড়া নিয়ে সমস্যায় পড়তে হয়। তাই বাড়ি ভাড়া মওকুফের বিষয়ে কর্মনীতি, পরিকল্পনা নির্ধারন ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি ড. হাসিবুর রহমানকে সভাপতি ও শেখ রাসেল হলের প্রভোস্ট মো. ফায়েকুজ্জামান মিয়াকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. রাজিউর রহমান, সহকারী রেজিস্ট্রার মো. নজরুল ইসলাম এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের প্রভাষক মো. রকিবুল ইসলাম।
কমিটিকে স্বল্পতম সময়ের মধ্যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে গৃহীত পদক্ষেপের সাথে সঙ্গতি রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ১২ হাজারের অধিক শিক্ষার্থীর জন্য মাত্র ১৬ শতাংশ নিজস্ব আবাসন সুবিধা রয়েছে।
ফলে অধিকাংশ শিক্ষার্থীকে মেস কিংবা বাসা ভাড়া করে থাকতে হয়। এজন্য প্রচুর অর্থ খরচ করতে হয় এসমস্ত শিক্ষার্থীদেরকে।
বিজনেস বাংলাদেশ / আতিক





















