করোনাভাইরাসের কারণে সাধারণ ছুটির মধ্যে পরিবার নিয়ে দুরাবস্থায় পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে গড়ে ওঠা ছাত্র সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ।
এখন পর্যন্ত সংগঠনটি আর্থিকভাবে অস্বচ্ছল ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনশ সাত জন শিক্ষার্থীকে ৩ লক্ষ ৬৮ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়েছেন।
সংগঠনটির আহবায়ক হাসান আল মামুন বিজনেস বাংলাদেশকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন,আমরা করোনা মহামারীর শুরু থেকে শিক্ষার্থীসহ দেশের সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছি।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে টিউশন হারানো অসহায় দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি আমরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি।ভবিষ্যতেও শিক্ষার্থী সহ দেশের সাধারণ মানুষের পাশে থাকবো আমরা।


























