ঢাকা: করোনায় আক্রান্ত হয়ে ইবনে সিনা ট্রাস্টের চিফ রেডিওলজিস্ট কনসালটেন্ট প্রফেসর ডা. মেজর (অব.) আবুল মোকারিম মো. মহসিন উদ্দিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১২ মে) রাত ১১টা ২০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান এই বীর মুক্তিযোদ্ধা। আজ বাদ জোহর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
জানা গেছে, তিনি করোনায় আক্রান্ত হয়ে প্রথমে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে সিএমএইচের আইসিইউতে ভর্তি ছিলেন। এ নিয়ে দেশে করোনায় তৃতীয় কোনো চিকিৎসকের মৃত্যু হলো।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ


























