ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন। তাঁকে ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। অনুষদের সদ্য সাবেক ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান পদে যোগদান করায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাঁকে এই পদে নিয়োগ দেন।
অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগ থেকে বি.কম (সম্মান) এবং এম.কম ডিগ্রি অর্জন করেন। পরে তিঁনি যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি. ডিগ্রি লাভ করেন।
তিনি ১৯৮৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগে অধ্যাপনা করেন এবং ২০১৬ সালে প্রতিষ্ঠিত অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সভাপতি, ঢাবি শিক্ষক সমিতির কোষাধ্যক্ষসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।


























