১২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

বাউল রণেশ ঠাকুরের ঘরে অগ্নিকান্ডের ঘটনায় জবিসাকে’র নিন্দা ও প্রতিবাদ

প্রখ্যাত বাউল শিল্পী রণেশ ঠাকুরের ঘরে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র(জবিসাকে)। আজ (মঙ্গলবার) ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জবিসাকে’র সভাপতি ফাইয়াজ হোসেন ও সাধারণ সম্পাদক সাঈদ মাহাদী সেকান্দার।
বিবৃতিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র পরিবার মনে করে এ ঘটনার মধ্যদিয়ে বাংলার বাউল সংস্কৃতির অপূরণীয় ক্ষতি হয়েছে। এমন ঘটনা সুস্থ সংস্কৃতি চর্চার অন্তরায় এবং দেশীয় সংস্কৃতির জন্য এক হুমকী স্বরূপ ।জবিসাকে পরিবার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
পাশাপাশি ঘটনার সাথে সংশ্লিষ্ট দোষীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছে। এছাড়াও তারা বিবৃতিতে, প্রখ্যাত বাউল শিল্পী রণেশ ঠাকুরের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং বাংলাদেশে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেদিকে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।
উল্লেখ্য, গত রবিবার মধ্যরাতে বিখ্যাত বাউল শিল্পী রণেশ ঠাকুরের গানের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এতে গানের বইপত্র, বাদ্যযন্ত্রসহ তার সঙ্গীতচর্চার বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে যায়।

 

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বাউল রণেশ ঠাকুরের ঘরে অগ্নিকান্ডের ঘটনায় জবিসাকে’র নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত : ১০:১৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০
প্রখ্যাত বাউল শিল্পী রণেশ ঠাকুরের ঘরে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র(জবিসাকে)। আজ (মঙ্গলবার) ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জবিসাকে’র সভাপতি ফাইয়াজ হোসেন ও সাধারণ সম্পাদক সাঈদ মাহাদী সেকান্দার।
বিবৃতিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র পরিবার মনে করে এ ঘটনার মধ্যদিয়ে বাংলার বাউল সংস্কৃতির অপূরণীয় ক্ষতি হয়েছে। এমন ঘটনা সুস্থ সংস্কৃতি চর্চার অন্তরায় এবং দেশীয় সংস্কৃতির জন্য এক হুমকী স্বরূপ ।জবিসাকে পরিবার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
পাশাপাশি ঘটনার সাথে সংশ্লিষ্ট দোষীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছে। এছাড়াও তারা বিবৃতিতে, প্রখ্যাত বাউল শিল্পী রণেশ ঠাকুরের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং বাংলাদেশে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেদিকে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।
উল্লেখ্য, গত রবিবার মধ্যরাতে বিখ্যাত বাউল শিল্পী রণেশ ঠাকুরের গানের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এতে গানের বইপত্র, বাদ্যযন্ত্রসহ তার সঙ্গীতচর্চার বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে যায়।