০২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

সমুদ্রের নিচে এ কেমন বিয়ে!

বিয়ে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিনটিকে ফ্রেমবন্দি করতে কে না চায়? কিন্তু তাই বলে সমুদ্রের নিচে?

হ্যাঁ! এমনই এক অদ্ভূত বিয়ে হলো সমুদ্রের গভীরে। বিয়েকে জীবনের স্মরণীয় মুহূর্ত করে রাখতে এমন অভিনব উদ্যোগ যুক্তরাষ্ট্রের সেনা সার্জেন্ট বর ও তার ইউরোপীয় কনের।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত লাগুর দ্বীপে এ বিয়ে অনুষ্ঠিত হয়। চার বছর চুটিয়ে প্রেম করার পর এ দুই জুটি অবশেষে বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন।

২০১৩ সালে কনে থামেস মোল্ডের সঙ্গে বর সান্ড্রা হাইডের পরিচয় ঘটে। ফ্লোরিডায় হানিমুন উদযাপনের পর লন্ডনে বসবাস করবেন এ বর কনে। সূত্র: আল আরাবিয়া

ট্যাগ :

সমুদ্রের নিচে এ কেমন বিয়ে!

প্রকাশিত : ০৮:১০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭

বিয়ে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিনটিকে ফ্রেমবন্দি করতে কে না চায়? কিন্তু তাই বলে সমুদ্রের নিচে?

হ্যাঁ! এমনই এক অদ্ভূত বিয়ে হলো সমুদ্রের গভীরে। বিয়েকে জীবনের স্মরণীয় মুহূর্ত করে রাখতে এমন অভিনব উদ্যোগ যুক্তরাষ্ট্রের সেনা সার্জেন্ট বর ও তার ইউরোপীয় কনের।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত লাগুর দ্বীপে এ বিয়ে অনুষ্ঠিত হয়। চার বছর চুটিয়ে প্রেম করার পর এ দুই জুটি অবশেষে বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন।

২০১৩ সালে কনে থামেস মোল্ডের সঙ্গে বর সান্ড্রা হাইডের পরিচয় ঘটে। ফ্লোরিডায় হানিমুন উদযাপনের পর লন্ডনে বসবাস করবেন এ বর কনে। সূত্র: আল আরাবিয়া