০৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

মাগুৱা জেলাৱ মহম্মদপুর উপজেলাৱ বিনোদপুর ইউনিয়নেৱ পারভার্টপড়া গ্রামে এস এস সি পরিক্ষায় অকৃতকার্য হওয়ায় আইৱিন (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

রবিবার সন্ধা আনুমানিক ৭ ঘটিকাৱ সময় এই ঘটনা ঘটে। আইৱিন (১৬) বিনোদপুর ইউনিয়নেৱ পারভার্টপড়া গ্রামেৱ জিহাদ হোসেনেৱ কন্যা।

পারভাটপাড়ার ওয়ার্ড মেম্বার বিলায়েত হোসেন জানান,আইৱিন বিনোদপুর ইউনিয়নেৱ বানিয়াবহু দাখিল মাদ্রাসায় লেখা পড়া করত।২০২০ সালে বানিয়াবহু দাখিল মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অইৱিন।

রবিবার এস এস সি পরিক্ষায় ফলা ফল প্রকাশ হয় এবং আইৱিন ফলা ফলে অকৃতকার্য হয়।

সন্ধায় বাড়িতে তার বাবা-মা না থাকাৱ কারনে বাড়িতে আইৱিন একা ছিলো।

ধাৱনা করা হচ্ছে সেই সুযোগে মনেৱ কষ্টে আইৱিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

নিহতেৱ পরিবারে চলছে শোকের মাতম।

জনপ্রিয়

বিসিবির কাছ থেকে মোটা অঙ্কের বোনাস পাচ্ছেন ক্রিকেটাররা

পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত : ০১:৪৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০

মাগুৱা জেলাৱ মহম্মদপুর উপজেলাৱ বিনোদপুর ইউনিয়নেৱ পারভার্টপড়া গ্রামে এস এস সি পরিক্ষায় অকৃতকার্য হওয়ায় আইৱিন (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

রবিবার সন্ধা আনুমানিক ৭ ঘটিকাৱ সময় এই ঘটনা ঘটে। আইৱিন (১৬) বিনোদপুর ইউনিয়নেৱ পারভার্টপড়া গ্রামেৱ জিহাদ হোসেনেৱ কন্যা।

পারভাটপাড়ার ওয়ার্ড মেম্বার বিলায়েত হোসেন জানান,আইৱিন বিনোদপুর ইউনিয়নেৱ বানিয়াবহু দাখিল মাদ্রাসায় লেখা পড়া করত।২০২০ সালে বানিয়াবহু দাখিল মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অইৱিন।

রবিবার এস এস সি পরিক্ষায় ফলা ফল প্রকাশ হয় এবং আইৱিন ফলা ফলে অকৃতকার্য হয়।

সন্ধায় বাড়িতে তার বাবা-মা না থাকাৱ কারনে বাড়িতে আইৱিন একা ছিলো।

ধাৱনা করা হচ্ছে সেই সুযোগে মনেৱ কষ্টে আইৱিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

নিহতেৱ পরিবারে চলছে শোকের মাতম।