নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় আরও ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার রাতে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ ও নোবিপ্রবি পরীক্ষাগার থেকে আসা নমুনা পরীক্ষার ফলে এ তথ্য জানা গেছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৯ জনে।
নোয়াখালীর সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান মঙ্গলবার (২ জুন) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৩১, বেগমগঞ্জে ৪৩, সেনবাগে ৫, সুবর্ণচরে ১ ও চাটখিল উপজেলায় ১ জন করোনা রোগী রয়েছেন।
সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও করোনা ফোকাল পার্সন ডা. নিলিমা ইয়াছমিন জানান, গত ২৪ ঘন্টায় সদর উপজেলা ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নোয়াখালী জেনারেল হাসপাতালের ১ চিকিৎসক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী, সোনাপুর পুলিশ ফাঁড়ির ৩ সদস্য, এক শিক্ষর্থী, ৩ বছর বয়সী এক শিশু ও বেশ কয়েকজন ব্যবসায়ী রয়েছেন।
সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মতিউর রহমান জানান, উপজেলায় নতুন করে ২ শিশুসহ ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান জানান, জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৭৬৯। এদের মধ্যে সদর উপজেলায় ১৬৯ জন, সুবর্নচরে ২১ জন, হাতিয়ায় ৬ জন, বেগমগঞ্জে ৩৬৯ জন, সোনাইমুড়ীতে ৪৭ জন, চাটখিলে ৪৫ জন, সেনবাগে ৩৬ জন, কোম্পানীগঞ্জে ৮ জন ও কবিরহাটে ৬৮ জন রয়েছেন। তিনি আরও জানান, নোয়াখালীতে করোনায় আক্রান্তের হার ১৭ দশমিক ৬৬ শতাংশ। এদের মধ্যে সুস্থতার হার ১১ দশমিক ৩১ শতাংশ।
বিজনেস বাংলাদেশ/ এ আর