০৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

নাসিমের অস্ত্রোপচার সফল

ফাইল ছবি

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের অস্ত্রোপচার সফল হয়েছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে।

শুক্রবার ভোরের দিকে ব্রেইন স্ট্রোক হয় তার। পরে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে জরুরি অস্ত্রোপচার করা হয়। আওয়ামী লীগের দফতর সম্পাদক বিল্পব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে ওই হাসপাতালে মোহাম্মদ নাসিমকে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে জরুরি ভিত্তিক অক্সিজেন দিলে তার শারীরিক অবস্থা উন্নতি হয়। পরে ডাক্তাররা তার করোনা টেস্ট করলে করোনা পজিটিভ বলে জানান তারা।

মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্রও তিনি। ২০১৪ সালের সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান মোহাম্মদ নাসিম। এর আগে ১৯৯৬–২০০১ সালের আওয়ামী লীগ সরকারের সময় একাধিক মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন তিনি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

হবিগঞ্জ-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সৈয়দ মোঃ ফয়সল

নাসিমের অস্ত্রোপচার সফল

প্রকাশিত : ০২:৫৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের অস্ত্রোপচার সফল হয়েছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে।

শুক্রবার ভোরের দিকে ব্রেইন স্ট্রোক হয় তার। পরে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে জরুরি অস্ত্রোপচার করা হয়। আওয়ামী লীগের দফতর সম্পাদক বিল্পব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে ওই হাসপাতালে মোহাম্মদ নাসিমকে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে জরুরি ভিত্তিক অক্সিজেন দিলে তার শারীরিক অবস্থা উন্নতি হয়। পরে ডাক্তাররা তার করোনা টেস্ট করলে করোনা পজিটিভ বলে জানান তারা।

মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্রও তিনি। ২০১৪ সালের সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান মোহাম্মদ নাসিম। এর আগে ১৯৯৬–২০০১ সালের আওয়ামী লীগ সরকারের সময় একাধিক মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন তিনি।

বিজনেস বাংলাদেশ/ এ আর