০৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

মাঠে দেয়াল নির্মাণে আপত্তি মাহমুদউল্লাহর

গত কয়েকদিন ধরে ময়মনসিংহ শহরের সার্কিট হাউজ মাঠে দেয়াল নির্মাণ ইস্যুতে সরগরম হয়ে আছে বিভাগীয় শহরটি। সদ্য বিদায়ী বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান দায়িত্বে থাকাকালে এ মাঠটির চারদিকে দেয়াল নির্মাণ এবং ওয়াকওয়ে তৈরির উদ্যোগ নেন। একই সাথে মাঠের এক প্রান্তে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের মূর‍্যাল তৈরিরও উদ্যোগ নেওয়া হয়। প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যায়ে এ দুটি প্রকল্প বাস্তবায়নে কিছু টাকা এর মাঝে বরাদ্দও এসেছে। গত ১ জুন তিনি কাজটির উদ্বোধন করেন।

কিন্তু অত্যন্ত দৃষ্টিনন্দন বিশালকায় মাঠটির চারপাশে দেয়াল নির্মাণ করতে দিতে চায় না ময়মনসিংহবাসী। গত কয়েকদিন ধরেই সার্কিট হাউজ মাঠে বিভিন্ন ব্যানারে প্রতিবাদ কর্মসূচি চলে আসছে। সোশ্যাল সাইটেও শুরু হয়েছে তোলপাড়। শহরের সরকারদলীয় কিছু লোক আবার উন্নয়নের যুক্তি দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দেয়াল নির্মাণ সমর্থন করছেন। এবার মাঠ ঘিরে দেওয়ার বিরোধিতা করলেন জাতীয় ক্রিকেট দলের পঞ্চপাণ্ডবদের অন্যতম মাহমুদউল্লাহ রিয়াদ। যিনি নিজেও ময়মনসিংহ শহরের ছেলে।

সোশ্যাল সাইটে মাহমুদউল্লাহ লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় সার্কিট হাউজ মাঠে তোলা ছবিটি।আমার ক্রিকেট খেলার হাতেখড়ি এই মাঠেই। আমার ক্রিকেটের পথচলার শুরু এখান থেকেই। আমার মনে হয় ময়মনসিংহের সমস্ত ক্রীড়াবিদদের জীবনের শুরু এই মাঠেই। যখনই ময়মনসিংহে আসি, এই মাঠে আমি অন্তত একবারের জন‍্য হলেও যাই। তা সে দিন হোক অথবা রাত কারণ এই মাঠের সাথে অনেক স্মৃতি, অনেক আবেগ জড়িত।’

তিনি আরও লিখেন, ‘এই মাঠের উন্মুক্ততা ময়মনসিংহের সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে জড়িত। বর্তমানে এই মাঠকে ঘিরে বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্প হাতে নেয়া হয়েছে। উন্নয়নকে আমি স্বাগত জানাই এবং আমি আশা করি এই মাঠের উন্মুক্ততা ও ঐতিহ্য বজায় রেখে যথাযথ উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হবে ইন্-শা-আল্লাহ।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

মাঠে দেয়াল নির্মাণে আপত্তি মাহমুদউল্লাহর

প্রকাশিত : ০৪:০০:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০

গত কয়েকদিন ধরে ময়মনসিংহ শহরের সার্কিট হাউজ মাঠে দেয়াল নির্মাণ ইস্যুতে সরগরম হয়ে আছে বিভাগীয় শহরটি। সদ্য বিদায়ী বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান দায়িত্বে থাকাকালে এ মাঠটির চারদিকে দেয়াল নির্মাণ এবং ওয়াকওয়ে তৈরির উদ্যোগ নেন। একই সাথে মাঠের এক প্রান্তে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের মূর‍্যাল তৈরিরও উদ্যোগ নেওয়া হয়। প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যায়ে এ দুটি প্রকল্প বাস্তবায়নে কিছু টাকা এর মাঝে বরাদ্দও এসেছে। গত ১ জুন তিনি কাজটির উদ্বোধন করেন।

কিন্তু অত্যন্ত দৃষ্টিনন্দন বিশালকায় মাঠটির চারপাশে দেয়াল নির্মাণ করতে দিতে চায় না ময়মনসিংহবাসী। গত কয়েকদিন ধরেই সার্কিট হাউজ মাঠে বিভিন্ন ব্যানারে প্রতিবাদ কর্মসূচি চলে আসছে। সোশ্যাল সাইটেও শুরু হয়েছে তোলপাড়। শহরের সরকারদলীয় কিছু লোক আবার উন্নয়নের যুক্তি দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দেয়াল নির্মাণ সমর্থন করছেন। এবার মাঠ ঘিরে দেওয়ার বিরোধিতা করলেন জাতীয় ক্রিকেট দলের পঞ্চপাণ্ডবদের অন্যতম মাহমুদউল্লাহ রিয়াদ। যিনি নিজেও ময়মনসিংহ শহরের ছেলে।

সোশ্যাল সাইটে মাহমুদউল্লাহ লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় সার্কিট হাউজ মাঠে তোলা ছবিটি।আমার ক্রিকেট খেলার হাতেখড়ি এই মাঠেই। আমার ক্রিকেটের পথচলার শুরু এখান থেকেই। আমার মনে হয় ময়মনসিংহের সমস্ত ক্রীড়াবিদদের জীবনের শুরু এই মাঠেই। যখনই ময়মনসিংহে আসি, এই মাঠে আমি অন্তত একবারের জন‍্য হলেও যাই। তা সে দিন হোক অথবা রাত কারণ এই মাঠের সাথে অনেক স্মৃতি, অনেক আবেগ জড়িত।’

তিনি আরও লিখেন, ‘এই মাঠের উন্মুক্ততা ময়মনসিংহের সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে জড়িত। বর্তমানে এই মাঠকে ঘিরে বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্প হাতে নেয়া হয়েছে। উন্নয়নকে আমি স্বাগত জানাই এবং আমি আশা করি এই মাঠের উন্মুক্ততা ও ঐতিহ্য বজায় রেখে যথাযথ উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হবে ইন্-শা-আল্লাহ।’

বিজনেস বাংলাদেশ/ এ আর