০২:১৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

করোনায় আক্রান্ত মন্ত্রী বীর বাহাদুর

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। দেশে করোনা শনাক্তের পর এই প্রথম মন্ত্রিসভার কোনো সদস্য করোনায় আক্রান্ত হলেন।

বীর বাহাদুর উশৈসিংকে বান্দরবান থেকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়েছে। রোববার বেলা ১২টা ৪০ মিনিটে হেলিকপ্টারে তাকে ঢাকায় আনা হয়। এ সময় মন্ত্রীর বড় ছেলে ও মেয়ে তার সঙ্গে ছিলেন।

শনিবার কক্সবাজার ল্যাবে পরীক্ষায় বীর বাহাদুর উশৈসিংয়ের করোনা পজেটিভ আসে। মন্ত্রী ছাড়াও বান্দরবান জেলায় নতুন করে আরও নয়জনের শরীরে করোনা শনাক্ত হয়।

টানা ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বীর বাহাদুর। ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকা অবস্থায় ১৯৮৯ সালে স্থানীয় সরকার পরিষদের সদস্য নির্বাচিত হন বীর বাহাদুর। ১৯৯১ সালে বান্দরবান (৩০০ নম্বর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে জয়ের ধারাবাহিকতা ধরে রাখেন তিনি।

বান্দরবান জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, শনিবারের দেয়া রিপোর্টে বান্দরবানে একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন নয়জন। এর মধ্যে সদর উপজেলার পাঁচজন। তাদের একজন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর। পাশাপাশি বান্দরবান জেলা পরিষদের কর্মচারীসহ আরও তিনজন আক্রান্ত হয়েছেন।

এছাড়া রুমা উপজেলার সুনসং পাড়া ও মেনদুই পাড়ার তিনজন ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় একজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ডাকসু নির্বাচনে দুপুরের মধ্যে প্যানেল ঘোষণা করবে ছাত্রদল

করোনায় আক্রান্ত মন্ত্রী বীর বাহাদুর

প্রকাশিত : ০১:২৫:০২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০

কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। দেশে করোনা শনাক্তের পর এই প্রথম মন্ত্রিসভার কোনো সদস্য করোনায় আক্রান্ত হলেন।

বীর বাহাদুর উশৈসিংকে বান্দরবান থেকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়েছে। রোববার বেলা ১২টা ৪০ মিনিটে হেলিকপ্টারে তাকে ঢাকায় আনা হয়। এ সময় মন্ত্রীর বড় ছেলে ও মেয়ে তার সঙ্গে ছিলেন।

শনিবার কক্সবাজার ল্যাবে পরীক্ষায় বীর বাহাদুর উশৈসিংয়ের করোনা পজেটিভ আসে। মন্ত্রী ছাড়াও বান্দরবান জেলায় নতুন করে আরও নয়জনের শরীরে করোনা শনাক্ত হয়।

টানা ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বীর বাহাদুর। ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকা অবস্থায় ১৯৮৯ সালে স্থানীয় সরকার পরিষদের সদস্য নির্বাচিত হন বীর বাহাদুর। ১৯৯১ সালে বান্দরবান (৩০০ নম্বর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে জয়ের ধারাবাহিকতা ধরে রাখেন তিনি।

বান্দরবান জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, শনিবারের দেয়া রিপোর্টে বান্দরবানে একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন নয়জন। এর মধ্যে সদর উপজেলার পাঁচজন। তাদের একজন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর। পাশাপাশি বান্দরবান জেলা পরিষদের কর্মচারীসহ আরও তিনজন আক্রান্ত হয়েছেন।

এছাড়া রুমা উপজেলার সুনসং পাড়া ও মেনদুই পাড়ার তিনজন ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় একজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।

বিজনেস বাংলাদেশ/ এ আর