১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

মুক্তি পেল ‘বেঈমান বন্ধু’

ইউটিউবে মুক্তি পেয়েছে এম আর বেস্ট মিডিয়ার নতুন গান ‘বেঈমান বন্ধু’। বিকাশ সাহার পরিচালনায় গানটিতে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ। আর এতে অভিনয় করেছেন শেখ সাকিব ও নুসরাত জাহান পাপিয়া। গানটির কথা লিখেছেন এস এম আলী ও সুর করেছেন আকরাম খান এবং সংগীতে রয়েছেন রিয়েল আশিক।

‘বেঈমান বন্ধু’ গানটি গ্রামীণ পরিবেশে গাজীপুরের পুবাইলে চিত্রায়িত হয়েছে। এ প্রসঙ্গে বিকাশ সাহা বলেন, ‘গানটি অসাধারণ। গানটির শুটিং করতে চেয়েছিলাম সুনামগঞ্জে, কিন্তু শিডিউল জটিলতার কারণে পরে গাজীপুরে করা হয়েছে। গানটি নিয়ে আমি খুব আশাবাদী।’

কণ্ঠশিল্পী কাজী শুভ বলেন, ‘গানটি ফোক ধরনের ও স্যাড গান। ভিডিওটি চমৎকার হয়েছে। গ্রাম-বাংলার ঐতিহ্যকে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে গানটিতে। সবার ভালো লাগবে আশা করি।’

গানটির অভিনেতা শেখ সাকিব বলেন, ‘গানটি সবার ভালো লাগবে আশা করি। এ ছাড়া গ্রামের চমৎকার লোকেশন দেখতে পাবেন এই গানে। আর আগে বেশ কিছু গানের মডেল হয়েছি। কিন্তু এই গানটি নিয়ে আমি বেশ আশাবাদী। আশা করি, দর্শক পছন্দ করবেন গানটি। এরপর আরো ভালো-ভালো গান আর কাজ আমরা উপহার দিতে চাই।’

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

আমি কুমিল্লার মানুষের হৃদয়ে নাম লিখতে চাই : নবাগত জেলা প্রশাসক

মুক্তি পেল ‘বেঈমান বন্ধু’

প্রকাশিত : ০৫:৩৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০

ইউটিউবে মুক্তি পেয়েছে এম আর বেস্ট মিডিয়ার নতুন গান ‘বেঈমান বন্ধু’। বিকাশ সাহার পরিচালনায় গানটিতে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ। আর এতে অভিনয় করেছেন শেখ সাকিব ও নুসরাত জাহান পাপিয়া। গানটির কথা লিখেছেন এস এম আলী ও সুর করেছেন আকরাম খান এবং সংগীতে রয়েছেন রিয়েল আশিক।

‘বেঈমান বন্ধু’ গানটি গ্রামীণ পরিবেশে গাজীপুরের পুবাইলে চিত্রায়িত হয়েছে। এ প্রসঙ্গে বিকাশ সাহা বলেন, ‘গানটি অসাধারণ। গানটির শুটিং করতে চেয়েছিলাম সুনামগঞ্জে, কিন্তু শিডিউল জটিলতার কারণে পরে গাজীপুরে করা হয়েছে। গানটি নিয়ে আমি খুব আশাবাদী।’

কণ্ঠশিল্পী কাজী শুভ বলেন, ‘গানটি ফোক ধরনের ও স্যাড গান। ভিডিওটি চমৎকার হয়েছে। গ্রাম-বাংলার ঐতিহ্যকে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে গানটিতে। সবার ভালো লাগবে আশা করি।’

গানটির অভিনেতা শেখ সাকিব বলেন, ‘গানটি সবার ভালো লাগবে আশা করি। এ ছাড়া গ্রামের চমৎকার লোকেশন দেখতে পাবেন এই গানে। আর আগে বেশ কিছু গানের মডেল হয়েছি। কিন্তু এই গানটি নিয়ে আমি বেশ আশাবাদী। আশা করি, দর্শক পছন্দ করবেন গানটি। এরপর আরো ভালো-ভালো গান আর কাজ আমরা উপহার দিতে চাই।’

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার