দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈনের কোভিড-১৯ টেস্ট পজিটিভ এল। এর আগের দিন, প্রথম টেস্টে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েনি। কিন্তু উপসর্গ থাকায় দ্বিতীয় বার টেস্ট করা হলে রেজাল্ট পজিটিভ আসে।
বুধবার সকালেই স্বাস্থ্যমন্ত্রীর নমুনা টেস্ট করতে পাঠানো হয়েছিল। তিনি যে ভাইরাস সংক্রমিত সে বিষয়ে নিশ্চিত হওয়া গিয়েছে।
গায়ে জ্বর নিয়ে সোমবার রাতে রাজীব গান্ধী সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি হন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী। রিপোর্ট মেলার পর সেখানেই তার কোভিডের চিকিত্সা শুরু হয়েছে। সত্যেন্দর জৈনের শরীরে অক্সিজেনের মাত্রা কমে এসেছে।
দিল্লিতে করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে লড়াই করছেন স্বাস্থ্যমন্ত্রী। ভাইরাস মোকাবিলায় আপ সরকারের যা-কিছু করণীয়, সামনে থেকে তিনিই নেতৃত্ব দিচ্ছেন। সরকারের মুখপাত্র হয়ে রোজ সকালে তিনিই সাংবাদিকদের মুখোমুখি হয়ে, কোভিড নিয়ে যাবতীয় প্রশ্নের জবাব দেন। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকেও তিনি উপস্থিত ছিলেন। সেই বৈঠকের পরদিনই তাকে হাসপাতালে ভর্তি হতে হয়।
মঙ্গলবার সকালে একবার পরীক্ষা হয়েছিল। সেই টেস্ট নেগেটিভ আসায়, বুধবার নতুন করে কোভিড টেস্ট করা হয়। তাতে সংক্রমণ ধরা পড়ে।
বিজনেস বাংলাদেশ/ এস শিকদার