করোনাক্রান্ত বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার গতকালও ভালো ছিলেন। জ্বর ছিল না তবে সামান্য কাশি ও শরীর ব্যথা ছিল। কিন্তু আজ হঠাৎ করেই স্বাস্থের অবনতি। পুরোনো অসুখ অ্যাজমা শরীরে মজুদ থাকায় সকাল থেকেই বুকে চাপ অনুভব করছেন। উদ্ভুত পরিস্থিতিতে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার।
মাশরাফির ঘনিষ্ঠ সুত্র সোমবার (২২ জুন) এখবর নিশ্চিত করেছে।
সুত্রটির দেওয়া তথ্যমতে, ‘অ্যাজমা ওর আগেই থেকেই ছিল। সে কারণেই হয়ত সকাল থেকে বুকে ব্যথা অনুভব করছে। ওর পরিবারের সবাই ওকে সিএমএইচে নেওয়ার কথা ভাবছে। হাসপাতালের সঙ্গে যোগাযোগও করা হয়েছে। এখন ও ঘুমাচ্ছে। উঠলে ওর সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’
তিন চার দিন ধরে ঠান্ডা জ্বরে ভোগার পর গত শুক্রবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন লাল সবুজের এই কিংবদন্তি ক্রিকেটার। শনিবার জানতে পারেন তার শরীরে করোনার উপস্থিতি আছে।
এদিকে করোনা আক্রান্তের দিনেই নিজের ভেরিফাইড ফেইসবুক পেজে সবার কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের দিন বদলের এই মহানায়ক।
বিজনেস বাংলাদেশ/ এ আর