১০:৪১ অপরাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

শেষ হলো না মাহির ‘হারজিত’

মাহিয়া মাহি

ঢাকাই সিনেমার গ্ল্যামার গার্ল মাহিয়া মাহি এরই মধ্যে বেশ কিছু হিট ছবি উপহার দিয়েছেন। সারা বছর ‌সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় কাটে তার। বছর চারেক আগে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় শুরু করেন ‘হারজিত’ ছবিতে। কিন্তু ছবিটির কাজ এখনো শেষ হয়নি।

‘হারজিত’ ছিবিটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন। বিভিন্ন কারণে এতোদিনেও সিনেমাটির কাজ শেষ হয়নি বলে জানান এই নির্মাতা। এর মধ্যে করোনার আবির্ভাব।

‘হারজিত’ সিনেমার শুটিং শুরু করবেন কিনা সে বিষয়ে বদিউল আলম খোকন বলেন, চলচ্চিত্রে শুটিংয়ের জন্য অনেক লোক প্রয়োজন। কম করে হলেও ১০০ লোক থাকে শুটিং ইউনিটে। এতো লোক নিয়ে স্বাস্থ্যবিধি মানা কঠিন। যে কারণে এখনই সিনেমার শুটিং শুরু করছি না। আরো কিছুদিন অপেক্ষার পর ছবির কাজ শুরু করবো।

রোমান্টিক-অ্যাকশন ধাঁচের ‘হারজিত’ সিনেমার কাহিনী লিখেছেন কাশেম আলী দুলাল। এ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছেন সজল-মাহি। নিউ জেন এন্টারটেইনমেন্ট ও অভি কথাচিত্রের ব্যানারে নির্মিত হচ্ছে এটি।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

রংপুরে রেল স্টেশনে বৈষম্য উন্নয়ন হয়নি,প্রতিবাদে অবরোধ

শেষ হলো না মাহির ‘হারজিত’

প্রকাশিত : ০৬:১৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০

ঢাকাই সিনেমার গ্ল্যামার গার্ল মাহিয়া মাহি এরই মধ্যে বেশ কিছু হিট ছবি উপহার দিয়েছেন। সারা বছর ‌সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় কাটে তার। বছর চারেক আগে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় শুরু করেন ‘হারজিত’ ছবিতে। কিন্তু ছবিটির কাজ এখনো শেষ হয়নি।

‘হারজিত’ ছিবিটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন। বিভিন্ন কারণে এতোদিনেও সিনেমাটির কাজ শেষ হয়নি বলে জানান এই নির্মাতা। এর মধ্যে করোনার আবির্ভাব।

‘হারজিত’ সিনেমার শুটিং শুরু করবেন কিনা সে বিষয়ে বদিউল আলম খোকন বলেন, চলচ্চিত্রে শুটিংয়ের জন্য অনেক লোক প্রয়োজন। কম করে হলেও ১০০ লোক থাকে শুটিং ইউনিটে। এতো লোক নিয়ে স্বাস্থ্যবিধি মানা কঠিন। যে কারণে এখনই সিনেমার শুটিং শুরু করছি না। আরো কিছুদিন অপেক্ষার পর ছবির কাজ শুরু করবো।

রোমান্টিক-অ্যাকশন ধাঁচের ‘হারজিত’ সিনেমার কাহিনী লিখেছেন কাশেম আলী দুলাল। এ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছেন সজল-মাহি। নিউ জেন এন্টারটেইনমেন্ট ও অভি কথাচিত্রের ব্যানারে নির্মিত হচ্ছে এটি।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার