তৃতীয়বারের মত নিজেদের তৈরি মিসাইল পরীক্ষা করল ভারত। পরীক্ষামূলকভাবে অ্যাডভান্সড এয়ার ডিফেন্স সুপারসনিক ইন্টারসেপটর মিসাইলের সফলভাবে সোমবার উৎক্ষেপণ করা হয়৷ মিসাইলটি লো অল্টিটিউটে থাকা যেকোনও ব্যালিস্টিক মিসাইলকে একেবারে ধ্বংস করে দিতে পারে৷
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, এই ইন্টারসেপ্টর মিসাইলটি প্রথমবারেই একেবারে সফলভাবে উৎক্ষেপণ হয়েছে৷ এর আগেই মিসাইল উৎক্ষেপণটি ১মার্চ এবং ১১ফেব্রুয়ারি হয়েছিল৷
ট্র্যাকিং রাডার থেকে সিগন্যাল পাওয়ার পরেই ছোঁড়া হয় ইন্টারসেপটর মিসাইলটি। যা পৃথ্বী মিসাইলকে মাঝ-আকাশেই ভেঙে দেয়৷ চাঁদিপুরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে এই পৃথ্বী মিসাইলটি ছোঁড়া হয়৷ সূত্রের খবর, ইন্টারসেপটর মিসাইলটি ৭.৫মিটার লম্বা৷ এর মধ্যে রয়েছে বিশেষ নেভিগেশন সিস্টেম, হাই-টেক কম্পিউটার ও ইলেকট্রো-মেকানিক্যাল অ্যাকটিভেটর।


























