০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

দুই দিনের সামরিক মহড়া শুরু দ.কোরিয়ার

দক্ষিণ কোরিয়ার দু’দিনের সামরিক মহড়া শুরু করেছে। জাপান সাগরের দ্বীপপুঞ্জের কাছে মহড়া শুরু করা হয়েছে বলে দাবি করেছে টোকিও।

অবশ্য, দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর বিবৃতিতে সামরিক মহড়াকে নিয়মিত বিষয় বলে অভিহিত করা হয়। মহড়ায় যুদ্ধজাহাজ অংশ নেয় এবং বছরে দু’বার এটি অনুষ্ঠিত হয় বলেও বিবৃতি উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, মহড়ায় নৌ, বিমান বাহিনীর অংশ নেয়ার পাশাপাশি মেরিন কোর ও পুলিশসহ অন্যান্য বিভাগও অংশ নেবে। দক্ষিণ কোরিয় সীমানার মধ্যে বহির্শক্তির অনুপ্রবেশ ঠেকানোর লক্ষ্যে প্রতিরক্ষা মহড়া দোকদো অনুষ্ঠিত হয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিতর্কিত দ্বীপপুঞ্জের কাছে এ মহড়া চালানোকে কেন্দ্র করে সিউলের কাছে নিয়মিত প্রতিবাদ জানিয়ে আসছে টোকিও। প্রাকৃতিক সম্পদ ও গ্যাস সমৃদ্ধ দ্বীপপুঞ্জকে দক্ষিণ কোরিয়া দোকদো বলে অভিহিত করলেও জাপান একে তাতেশিমা বলে থাকে।

দ্বিতীয় মহাযুদ্ধের পর জাপানের ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে। সে থেকেই এ দ্বীপপুঞ্জ নিয়ন্ত্রণ করছে দক্ষিণ কোরিয়া। ঔপনিবেশিক শাসনের জের ধরে জাপান এর ওপর নিজ অধিকার দাবি করছে বলেও মনে করে দক্ষিণ কোরিয়া।

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

দুই দিনের সামরিক মহড়া শুরু দ.কোরিয়ার

প্রকাশিত : ০৬:৪৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭

দক্ষিণ কোরিয়ার দু’দিনের সামরিক মহড়া শুরু করেছে। জাপান সাগরের দ্বীপপুঞ্জের কাছে মহড়া শুরু করা হয়েছে বলে দাবি করেছে টোকিও।

অবশ্য, দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর বিবৃতিতে সামরিক মহড়াকে নিয়মিত বিষয় বলে অভিহিত করা হয়। মহড়ায় যুদ্ধজাহাজ অংশ নেয় এবং বছরে দু’বার এটি অনুষ্ঠিত হয় বলেও বিবৃতি উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, মহড়ায় নৌ, বিমান বাহিনীর অংশ নেয়ার পাশাপাশি মেরিন কোর ও পুলিশসহ অন্যান্য বিভাগও অংশ নেবে। দক্ষিণ কোরিয় সীমানার মধ্যে বহির্শক্তির অনুপ্রবেশ ঠেকানোর লক্ষ্যে প্রতিরক্ষা মহড়া দোকদো অনুষ্ঠিত হয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিতর্কিত দ্বীপপুঞ্জের কাছে এ মহড়া চালানোকে কেন্দ্র করে সিউলের কাছে নিয়মিত প্রতিবাদ জানিয়ে আসছে টোকিও। প্রাকৃতিক সম্পদ ও গ্যাস সমৃদ্ধ দ্বীপপুঞ্জকে দক্ষিণ কোরিয়া দোকদো বলে অভিহিত করলেও জাপান একে তাতেশিমা বলে থাকে।

দ্বিতীয় মহাযুদ্ধের পর জাপানের ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে। সে থেকেই এ দ্বীপপুঞ্জ নিয়ন্ত্রণ করছে দক্ষিণ কোরিয়া। ঔপনিবেশিক শাসনের জের ধরে জাপান এর ওপর নিজ অধিকার দাবি করছে বলেও মনে করে দক্ষিণ কোরিয়া।