০২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

মহিলাকে কুপ্রস্তাব দিয়ে গ্রেফতার পুলিশ সদস্য

ভারতে মহিলাকে কুস্প্রস্তাব দিয়ে গ্রেফতার হয়েছেন দেশটির এক পুলিশকর্মী। ঘটনাটি কলকাতার চারু মার্কেট থানা এলাকায়।

গ্রেফতারকৃত সেই পুলিশকর্মীর নাম কৃষ্ণ কমল ভট্টাচার্য। নাদিয়াল থানায় কনস্টেবলের পদে রয়েছেন তিনি।

জানা যায়, বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত ১০টা নাগাদ চারু মার্কেট সংলগ্ন এলাকায় বাড়ির বাইরে দাঁড়িয়ে সেই মহিলা তাঁর ছেলের সঙ্গে কথা বলছিলেন। সে সময়ে আচমকাই কৃষ্ণ কমল মদ্যপ অবস্থায় বাইক নিয়ে মহিলার সামনে এসে দাঁড়ান। এর পর মহিলাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করতে শুরু করেন। এমনকী নিজেকে কলকাতা পুলিশের কর্মী বলে পরিচয় দিয়ে ওই মহিলাকে রেস্তোরাঁয় খেতে যাওয়ার প্রস্তাবও দেন।

শুধু তাই নয়, বিভিন্নভাবে কৃষ্ণ কমল কুপ্রস্তাব দেন ওই মহিলাকে। মহিলা ভয় পেয়ে চিৎকার জুড়তেই আশপাশ থেকে প্রতিবেশীরা ছুটে আসেন এবং হাতেনাতে ধরা পড়েন অভিযুক্ত।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চারু মার্কেট থানার পুলিশ। ধৃতকে নিয়ে গেলেও বিষয়টি পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে মিটিয়ে নেওয়ার পরামর্শ দেন চারু মার্কেট থানার পুলিশ।

তবে ওই মহিলা সে কথায় কান না দিয়ে লিখিতভাবে কৃষ্ণ কমলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। থানার মধ্যেই তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন ধৃত পুলিশকর্মী।

মহিলা জানিয়েছেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেখানে রক্ষকই ভক্ষক হয়ে দাঁড়িয়েছে, সেখানে কী করণীয়, তাঁর জানা নেই।

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

মহিলাকে কুপ্রস্তাব দিয়ে গ্রেফতার পুলিশ সদস্য

প্রকাশিত : ০৮:১৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭

ভারতে মহিলাকে কুস্প্রস্তাব দিয়ে গ্রেফতার হয়েছেন দেশটির এক পুলিশকর্মী। ঘটনাটি কলকাতার চারু মার্কেট থানা এলাকায়।

গ্রেফতারকৃত সেই পুলিশকর্মীর নাম কৃষ্ণ কমল ভট্টাচার্য। নাদিয়াল থানায় কনস্টেবলের পদে রয়েছেন তিনি।

জানা যায়, বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত ১০টা নাগাদ চারু মার্কেট সংলগ্ন এলাকায় বাড়ির বাইরে দাঁড়িয়ে সেই মহিলা তাঁর ছেলের সঙ্গে কথা বলছিলেন। সে সময়ে আচমকাই কৃষ্ণ কমল মদ্যপ অবস্থায় বাইক নিয়ে মহিলার সামনে এসে দাঁড়ান। এর পর মহিলাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করতে শুরু করেন। এমনকী নিজেকে কলকাতা পুলিশের কর্মী বলে পরিচয় দিয়ে ওই মহিলাকে রেস্তোরাঁয় খেতে যাওয়ার প্রস্তাবও দেন।

শুধু তাই নয়, বিভিন্নভাবে কৃষ্ণ কমল কুপ্রস্তাব দেন ওই মহিলাকে। মহিলা ভয় পেয়ে চিৎকার জুড়তেই আশপাশ থেকে প্রতিবেশীরা ছুটে আসেন এবং হাতেনাতে ধরা পড়েন অভিযুক্ত।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চারু মার্কেট থানার পুলিশ। ধৃতকে নিয়ে গেলেও বিষয়টি পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে মিটিয়ে নেওয়ার পরামর্শ দেন চারু মার্কেট থানার পুলিশ।

তবে ওই মহিলা সে কথায় কান না দিয়ে লিখিতভাবে কৃষ্ণ কমলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। থানার মধ্যেই তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন ধৃত পুলিশকর্মী।

মহিলা জানিয়েছেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেখানে রক্ষকই ভক্ষক হয়ে দাঁড়িয়েছে, সেখানে কী করণীয়, তাঁর জানা নেই।