দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে কমপক্ষে ২১জন আহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে ঠাকুরগাঁও-রংপুর মহাসড়কের পৌর শহরের জেলখানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাস আহম্মেদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-২৩৯৪) একটি যাত্রীবাহী বাস পঞ্চগড় যাচ্ছিল। পথিমধ্যে সকালে বীরগঞ্জ পৌর শহরের জেলখানা মোড় এলাকায় নিয়ন্ত্রয়ণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এসময় ২১ যাত্রী আহত হন। আহতদের মধ্যে দুই যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
তিনি আরো জানান, এ ঘটনার পর ঠাকুরগাঁও-রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করলে যান চলাচল আবার স্বাভাবিক হয়ে যায়।




















