রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. রকিব-উজ-জামান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।
সোমবার (৬ জুলাই) রাত সাড়ে ৯টায় মারা যান তিনি। মঙ্গলবার (৭ জুলাই) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিশ্ববিদ্যালয় গোরস্থানে তাকে দাফন করা হবে।
ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সভাপতি অধ্যাপক মো. ইব্রাহীম হোসেন মণ্ডল তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৭ মাস আগে অধ্যাপক ড. মো. রকিব-উজ-জামান হার্ট অ্যাটাক করেন। এরপর থেকে মাঝে মাঝে অসুস্থ হতেন। গত ৩ তারিখে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং গতকাল মারা যান।
প্রসঙ্গত, অধ্যাপক ড. মো. রকিব-উজ-জামান ১৯৮১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগে যোগদান করেছিলেন। তার বাসা বিশ্ববিদ্যালয় সংলগ্ন মির্জাপুর এলাকায়।
বিজনেস বাংলাদেশ/ এস শিকদার